Monday 25 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হাতিরঝিলের অবৈধ স্থাপনা অপসারণে হাইকোর্টের আদেশ স্থগিত


১৪ অক্টোবর ২০১৮ ১১:৩৯

।। সিনিয়র করেসপন্ডেন্ট ।। 

ঢাকা: রাজধানীর নান্দনিক এলাকা হাতিরঝিল-বেগুনবাড়ি প্রজেক্টে লে-আউট প্ল্যানের বাইরে থাকা অবৈধ স্থাপনা অপসারণের নির্দেশ দিয়ে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগ।

তবে এ সংক্রান্ত জারি করা রুল দুই মাসের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন আদালত।

রোববার (১৪ অক্টোবর) দায়িত্বপ্রাপ্ত প্রধান বিচারপতি মোহাম্মদ ইমান আলীর নেতৃত্বে ছয় সদস্যের আপিল বেঞ্চ এ আদেশ দেন।

গত ১০ সেপ্টেম্বর হাতিরঝিল-বেগুনবাড়ি প্রজেক্টে লে-আউট প্ল্যানের বাইরে থাকা অবৈধ স্থাপনা সাত দিনের মধ্যে অপসারণের নির্দেশ দেন হাইকোর্ট। হাইকোর্টের এ আদেশের বিরুদ্ধে আপিল করে বিবাদী পক্ষ। আজ এ আবেদনের শুনানি শেষে আদালত এ আদেশ দেন।

আদালতে রিটকারীর পক্ষে ছিলেন আইনজীবী মনজিল মোরসেদ।

পরে আইনজীবী মনজিল মোরসেদ জানান, বিবাদীপক্ষ আবেদন করায় আদালত হাইকোর্টের আদেশের উপর স্থিতিবস্থা জারি করেছেন। একই সঙ্গে দুই মাসের মধ্যে রুল নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন।

আরও পড়ুন: হাতিরঝিলে নকশা বহির্ভূত স্থাপনা ৭ দিনের মধ্যে অপসারণের নির্দেশ

হাতিরঝিলে লে আউট প্ল্যানের নির্দেশনার বাইরে কিছু অবৈধ প্রতিষ্ঠানের কার্যক্রম চললেও রাজউক নিষ্ক্রিয় থাকার প্রতিবেদন গত ১ আগস্ট গণমাধ্যমে প্রকাশ হয়। প্রকাশিত ওই প্রতিবেদন সংযুক্ত করে জনস্বার্থে হিউম্যান রাইটস এন্ড পীস ফর বাংলাদেশের পক্ষে রিট করা হয়।

এ রিটের শুনানির পর  সাত দিনের মধ্যে হাতিরঝিল-বেগুনবাড়ি প্রজেক্টে লে-আউট প্ল্যানের বাইরে থাকা স্থাপনা  অপসারণে রুল জারি করে হাইকোর্ট। এলাকাটিতে যেন লে আউট প্ল্যান বর্হিভূত স্থাপনা তৈরি না হয় সে বিষয়ে রাজউকের চেয়ারম্যান, ঢাকা মহানগর পুলিশের কমিশনার, হাতিরঝিল থানার ওসি ও প্রজেক্ট পরিচালককে এ নিয়মিত মনিটরিং করার নির্দেশ দিয়েছেন আদালত।

বিজ্ঞাপন

সারাবাংলা/এজেডকে/জেডএফ 

হাইকোর্ট হাতিরঝিল হাতিরঝিলে অবৈধ স্থাপনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর