Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পূজা মণ্ডপের সব সমস্যা দুদিনের মধ্যে সমাধানের আশ্বাস ডিএসসিসির


১৪ অক্টোবর ২০১৮ ১৬:৩৯

।। সিনিয়র করেসপন্ডেন্ট।।

ঢাকা: ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকাধীন পূজা মণ্ডপগুলোর সব সমস্যা দুদিনের মধ্যে সমাধান করার আশ্বাস দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন।

রোববার ( ১৪ অক্টোবর) ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নগর ভবনের ব্যাংক ফ্লোর সম্মেলন কক্ষে, শারদীয় দুর্গোৎসব ২০১৮ উপলক্ষে পূজামণ্ডপের নেতৃবৃন্দের সঙ্গে মত বিনিময় সভা ও অনুদানের চেক প্রদান অনুষ্ঠানে মেয়র এ আশ্বাস দেন।

মেয়র পূজামণ্ডপের নেতাদের উদ্দেশ্যে বলেন, আপনার নির্দ্বিধায় আপনাদের সমস্যা তুলে ধরতে পারেন। আমরা দুইদিনের মধ্যে সব সমস্যা সমাধান করে দিবো।

শ্রী শ্রী রমনা কালীমন্দির, শাহবাগের সিনিয়র সহ-সভাপতি বাবুল বিশ্বাস অতিসত্বর কালী মন্দির এলাকায় পরিষ্কার পরিচ্ছন্নতার একটি দল পাঠানোর অনুরোধ করেন। এছাড়া, পূজা চলাকালে সেই এলাকার মশক সমস্যার সমাধানও চান তিনি। এদিকে ২৪ নং ওয়ার্ডের শ্রী শ্রী রাধাবল্লভ জিউ বিগ্রহ মন্দির কর্তৃপক্ষ তাদের আলো ও বিদ্যুৎ সমস্যার সমাধান চান, ছয়টি নতুন বাতি লাগানোর অনুরোধও জানান তারা। ১৯ নম্বর ওয়ার্ডের শ্রী শ্রী সিদ্ধেশ্বরী সার্বজনীন পূজা পরিষদ জানান, তাদের মন্দির প্রাঙ্গণে স্লাব ভাঙ্গা রয়েছে। আবর্জনা জমে আছে এবং ড্রেনগুলোও পরিষ্কার করা আবশ্যক।

এরা ছাড়াও অন্যান্য পূজা পরিষদ যার যার সমস্যা একটি কাগজে লিপিবদ্ধ করে মেয়রকে দিয়েছেন। অনুষ্ঠানে মেয়র দক্ষিণ সিটির প্রায় ১৫২টি পূজামণ্ডপকে ৫ হাজার টাকা করে অনুদানের চেক হস্তান্তর করেন। মেয়র বলেন, আমরা জানি পূজা আপনাদের একটি বড় অনুষ্ঠান সেখানে আমরা সামান্য একটু সহযোগিতা করতে চাই।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, আমরা বিশ্বাস করি ধর্ম যার যার, উৎসব সবার। আমরা যার যার ধর্ম পালন করব কিন্তু সবাই সবার উৎসবে অংশ নিবো। আমাদের ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন আপনাদের পাশে ছিল, থাকবে।

ধর্মকে পুঁজি করে একদল স্বার্থান্বেষী মহল মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করতে চায় উল্লেখ করে মেয়র বলেন, প্রাচীন সভ্যতার দিকে তাকালে দেখবেন ধর্মকে পুঁজি করে মানুষের মধ্যে বিভেদ তৈরি করে একটি ভূখণ্ডকে দখল করা হতো। আমরা যদি দাবি করি আমরা সভ্যতার চূড়ান্ত অবস্থায় আছি তবে একে অন্যদের ধর্মকে সম্মান করতে হবে। কারণ এই ধর্মীয় সহমর্মিতাই ছিল আমাদের বাংলাদেশ গঠনের মূলনীতি, বলেন মেয়র।

সারাবাংলা/এমএ/এনএইচ

আরও পড়ুন: পূজার প্রস্তুতি শেষ, প্রতিমা বরণের অপেক্ষা

দূর্গাপূজা

বিজ্ঞাপন

মাদকের টাকার জন্য মা'কে খুন
২৩ নভেম্বর ২০২৪ ০৮:৫৭

আরো

সম্পর্কিত খবর