Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঠাকুরগাঁওয়ের মন্দিরে ১৪৪ ধারা জারি!


১৪ অক্টোবর ২০১৮ ১৭:৪৯

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট।।

ঠাকুরগাঁও: ঠাকুরগাঁও সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের ভাতগাঁও গ্রামে অবস্থিত বিরোধপূর্ণ রশিক লাল জিউ মন্দির ও তার আশেপাশের এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।

রোববার (১৪ অক্টোবর) সকাল ১০টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ওই এলাকায় এই আদেশ বলবৎ থাকবে বলে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্মা (ইউএনও) আবদুল্লাহ আল মামুন জানান, দুর্গাপূজা উপলক্ষে ওই এলাকায় আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কা দেখা দেয়ায় তিনি এই আদেশ জারি করেন।

ঠাকুরগাঁও শহর থেকে প্রায় ৯ কিমি. উত্তরে অবস্থিত রশিকলাল জিউ মন্দির ও এর ৩৪ একর জমি নিয়ে সনাতন হিন্দু সম্প্রদায়ের একটি পক্ষের সঙ্গে ইসকন (ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণকনসাসনেস) এর বিরোধ চলছে দীর্ঘদিন ধরে। এ নিয়ে সেখানে ২০০৯ সালের ৪ সেপ্টেম্বর উভয় পক্ষের মধ্যে সংঘর্ষে ফুলবাবু (৩৫) নামে এক ব্যক্তি খুন হয়। হত্যা মামলাটি বিচারাধীন রয়েছে।

এই সম্পত্তির মালিকানা নিয়ে মামলাটি উচ্চ আদালতে বিচারকার্য চলছে বলে জানান সংশ্লিষ্ট আইনজীবী ইন্দ্র নাথ রায়।

সারাবাংলা/এমএইচ

১৪৪ ধারা কান্তজিউ মন্দির প্রশাসন

বিজ্ঞাপন

নামেই শুধু চসিকের হাসপাতাল!
২২ নভেম্বর ২০২৪ ২২:০৬

আরো

সম্পর্কিত খবর