Friday 06 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুমিল্লা সিটি মেয়র সাক্কুকে আত্মসমর্পণের নির্দেশ


৪ জানুয়ারি ২০১৮ ১৬:৩৫

স্টাফ করেসপন্ডেন্ট

ঢাকা: জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় কুমিল্লা সিটি কর্পোরেশনের (কুসিক) মেয়র মনিরুল হক সাক্কুকে ঢাকা মুখ্য মহানগর হাকিম আদালতের আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

একই সঙ্গে এ মামলায় অব্যাহতি দিয়ে বিশেষ আদালতের দেওয়া আদেশকে কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।

দুদকের করা আবেদন শুনানি নিয়ে বৃহস্পতিবার বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের আদেশ দেন।

আদালতে দুদকের আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী খুরশিদ আলম খান। তিনি সাংবাদিকদের বলেন, ‘জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের মামলায় অভিযোগ গঠনের সময় অব্যাহতি চেয়ে আবেদন করলে ২১ নভেম্বর ঢাকার বিশেষ জজ আদালত-৮ কুমিল্লা সিটি মেয়র মনিরুল হক সাক্কুকে অব্যাহতি দিয়ে আদেশ দেন। সেই আদেশটি চ্যালেঞ্জ করে দুদক হাই কোর্টে আবেদন করেছিল। আমরা আদালতকে দেখিয়েছি তার বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূতভাবে সম্পদ অর্জন ও তথ্য গোপনের অভিযোগ আছে। এগুলি সাক্ষ্য ও প্রমাণের বিষয়। অভিযোগ গঠনের সময় এভাবে অব্যাহতি দেওয়ার কোনো সুযোগ নেই।’

খুরশীদ আলম খান বলেন, ‘আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে তা বিবেচনাও করতে বলেছেন আদেশে। আর চার সপ্তাহের মধ্যে সাক্কুসহ বিবাদিদের রুলের জবাব দিতে বলা হয়েছে।’

হাইকোর্ট কতদিনের মধ্যে আত্মসমর্পণ করার নির্দেশ দিয়েছে জানতে চাইলে খুরশীদ আলম বলেন, ‘সময়টা নির্দিষ্ট করে কিছু বলেনি। তবে ধরে নিতে হবে যুক্তিসঙ্গত সময়ের মধ্যে তাকে আত্মসমর্পণ করতে হবে।’

অবৈধ সম্পদ অর্জন ও তথ্য গোপনের অভিযোগে ২০০৮ সালের ৭ জানুয়ারি সাক্কুর বিরুদ্ধে ঢাকার রমনা থানায় মামলা করেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক শাহীন আরা মমতাজ।

এরপর গত বছরের ১৮ এপ্রিল মামলার অভিযোগপত্র আমলে নিয়ে সাক্কুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ কামরুল হোসেন মোল্লা। এরপর আত্মসমর্পণ করে জামিন নেন সাক্কু।

সারাবাংলা/এজেডকে/টিএম/আইজেকে


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর