Wednesday 09 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দিনাজপুরে অস্ত্রসহ ২ জেএমবি সদস্য আটক


১৪ অক্টোবর ২০১৮ ২১:০৫
Sarabangla | Breaking News | Sports | Entertainment

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট।।

দিনাজপুর: দিনাজপুরে পুলিশ অভিযান চালিয়ে একটি শর্টগান, ৭ রাউন্ড গুলি, গানপাউডারসহ বোমা তৈরীর সরঞ্জামাদি ও দেশীয় অস্ত্রসহ ২ জেএমবি সদস্যকে আটক করেছে।

শনিবার (১৩ অক্টোবর) রাত আড়াইটার দিকে শহরের দক্ষিণ বালুবাড়ী বিদ্যুত উন্নয়ন বোর্ডের একটি পরিত্যক্ত ভবন থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলো- দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার বাগডোর পূর্বপাড়া এলাকার লুৎফর রহমানের ছেলে মোজাহিদুর রহমান ওরফে মাকতুম ও একই উপজেলার পাউশগাড়া এলাকার গোলাম মোস্তফার ছেলে আবু নাঈম।

দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজ্জামান আশরাফ জানান, পুলিশের জঙ্গি ও সন্ত্রাসবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে শহরের বালুবাড়ী বিদ্যুত উন্নয়ন বোর্ডের একটি পরিত্যক্ত ভবনে পুলিশ অভিযান চালায়। সেখান থেকে দুজনকে আটক করা হয়। এ সময় ৪/৫ জন জঙ্গি পালিয়ে যায়। সেখান থেকে একটি শর্টগান, ৭ রাউন্ড গুলি, ৪শ’ গ্রাম গানপাউডার ও বিভিন্ন প্রকার বোমা তৈরির সরঞ্জামা ও ২টি চাপাতি জব্দ করা হয়।

বিজ্ঞাপন

তিনি জানান, জেএমবি সদস্যরা সেখানে নাশকতার পরিকল্পনা করছিল। পলাতক আসামিদের গ্রেফতার করতে পুলিশের অভিযান চলছে। এই ঘটনায় একটি মামলা হয়েছে বলে জানান মাহফুজ্জামান আশরাফ।

সারাবাংলা/এমএইচ

জেএমবি জেএমবি সদস্য দিনাজপুর বিস্ফোরক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর