Sunday 27 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নিখোঁজের একদিন পর শিশুর মরদেহ উদ্ধার


১৪ অক্টোবর ২০১৮ ২২:১১
Sarabangla | Breaking News | Sports | Entertainment

।। স্টাফ করেসপন্ডেন্ট।।

ঢাকা: রাজধানীর তুরাগে নিখোঁজের একদিন পরে নির্মাণাধীন ভবনের পানির ট্যাংক থেকে মেহরাজ (৪) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ময়নাতদন্তের জন্য মরদেহটি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

রোববার (১৪ অক্টোবর) দুপুর ২টার দিকে ওই মরদেহ উদ্ধার করা হয়েছে।

তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল মোক্তাকিম জানান, মৃত শিশু তুরাগ রানাভোলা এলাকায় পরিবারের সাথে থাকত। তার বাবার নাম সুমন মিয়া। গতকাল দুপুর থেকে মেহরাজ নিখোঁজ ছিল। পরে পরিবার থেকে থানা একটি জিডি করা হয়। মেহরাজের বাসার পাশেই একটি নির্মাণাধীন ভবন আছে। ওই ভবনের ট্যাংকি থেকে মরদেহ পাওয়া গেছে। এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে অভিযোগ করেনি। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে বলে জানান ওসি।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএসআর/এমএইচ

মরদেহ মরদেহ উদ্ধার শিশু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর