Sunday 08 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ধুনটে যমুনা তীর সংরক্ষণ প্রকল্পে ১৫০ মিটার ধস


১৪ অক্টোবর ২০১৮ ২৩:০০

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট।।

বগুড়া: বগুড়ার ধুনট উপজেলায় যুমনা নদীর তীর সংরক্ষণ প্রকল্পের ১৫০ মিটার এলাকা নদী গর্ভে বিলীন হয়েছে। এতে নদী তীরের এলাকাবাসীর মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।

গ্রামবাসী জানান, রোববার সকালে থেকে ভান্ডারবাড়ী ইউনিয়নের কৈয়াগাড়ী-বড়ইতলী গ্রামের পুরান বাঁধ সংলগ্ন এলাকায় তীর সংরক্ষণ প্রকল্পে ধস শুরু হয়। তীর ভেঙে পানিতে পড়ার শব্দে তীরবর্তী এলাকার মানুষের ঘুম ভাঙে। পরে তারা স্থানীয় জনপ্রতিনিধিদের খবর দেন। দুপুর ২টা পর্যন্ত তীর সংরক্ষণ প্রকল্পের প্রায় ১৫০ মিটার এলাকা ধসে নদী গর্ভে বিলীন হয়েছে।

জানা গেছে, ২০১৫-১৬ অর্থ বছরে ৩১৫ কোটি টাকা ব্যয়ে পানি উন্নয়ন বোর্ড বানিয়াজান স্পার থেকে পুকুরিয়া গ্রাম পর্যন্ত ৬ কিলোমিটার যমুনা নদীর তীর সিসি ব্লক বসিয়ে ওই প্রকল্পের কাজ করে। এতে নদী ভাঙনের হাত থেকে তীরবর্তী এলাকা রক্ষা পাওয়ার কথা। কিন্তু যমুনা নদীতে পানি কমার সাথে সাথে তীরবর্তী এলাকায় ঘুর্নায়বর্তের সৃষ্টি হয়। যার কারণে রোববার ভোররাতে বড়ইতলী এলাকায় তীর সংরক্ষণ প্রকল্পে ধস শুরু হয়।

এদিকে তীর সংরক্ষণ প্রকল্প ধসে যাওয়া স্থান থেকে মাত্র ১০ গজ দূরে পুরানো বাঁধ। ওই বাঁধে প্রায় ২ শতাধিক পারিবার বাস করে। এসব পরিবারের মাঝে ভাঙন আতঙ্ক বিরাজ করছে।

ভান্ডারবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুল করিম আপেল বলেন, যমুনার বুকে অসংখ্য চর জেগে উঠছে। নদীর পানি তীরবর্তী এলাকা দিয়ে বহমান। যার কারণে স্রোতের কারণে যমুনার তীর সংরক্ষণ প্রকল্প ধসে গেছে। দ্রুত ধসে যাওয়া স্থান মেরামত না করলে তীরবর্তী এলাকায় কয়েকটি গ্রাম ভাঙনের শিকার হবে।

পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী আরিফ আহমেদ বলেন, যমুনা নদীর তীর সংরক্ষণ প্রকল্পের ধসে যাওয়া অংশ পরিদর্শন করা হয়েছে। ধস ঠেকাতে দ্রুত বালু ভর্তি জিও ব্যাগ ফেলার উদ্যোগ নেওয়া হয়েছে।

সারাবাংলা/এমএইচ

তীরে ধস নদী ভাঙন স্রোত


বিজ্ঞাপন
সর্বশেষ

৫০-এ ‘এমন যদি হতো’
৮ সেপ্টেম্বর ২০২৪ ১৮:৩০

আদালতে হিরো আলমের ওপর হামলা
৮ সেপ্টেম্বর ২০২৪ ১৮:২৯

সম্পর্কিত খবর