শিশুদের সুস্বাস্থ্য রক্ষায় হাত ধোয়ার কোনো বিকল্প নেই
১৫ অক্টোবর ২০১৮ ১২:৫৭
।। সিনিয়র করেসপন্ডেন্ট।।
ঢাকা: বিশ্ব হাত ধোয়া দিবস আজ। প্রতি বছরের মতো এ বছরেও ছোট এক ফোঁটা পানি, একটা ছোট সাবান আর একটা হাতের হাত ধরাধরি লগো জানাতে এসেছে -দৈনন্দিন জীবনে হাত ধোয়ার প্রয়োজনীয়তার কথা। এ বছর দিবসটি উদযাপনে হাত ধোয়া এবং খাবারের পুষ্টি মান বজায় রাখার বিষয়ে জোর দেয়া হচ্ছে । বলা হচ্ছে খাদ্যকে নিরাপদ রাখতে, রোগমুক্ত রাখতে এবং শিশুদের সুস্বাস্থ্য রক্ষায় হাত ধোয়ার কোনো বিকল্প নেই। বিশেষজ্ঞরা বলেন, শুধু হাত ধোয়ার অভ্যাসের কারণে ২৫ থেকে ৩০ শতাংশ অসুখ থেকে মুক্তি পাওয়া সম্ভব।
হাত ধোয়ার জন্য একটি দিবস পালনের বিষয়টি প্রথম আসে ২০০৮ সালে। সুইডেনের স্টকহোমে বিশ্ব পানি সপ্তাহ চলছিল। স্টকহোম ইন্টারন্যাশনাল ওয়াটার ইনস্টিটিউট প্রতি বছরই এই সপ্তাহ পালন করে থাকে। তারা সেখানে সারা বিশ্বের প্রতিনিধিদের নিয়ে পৃথিবীর পানির বিষয়ে আলোচনা করে।
সে বছর স্টকহোক ইন্টারন্যাশনাল ওয়াটার ইনস্টিটিউট, ইউ এস সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন, ওয়ার্ল্ড ব্যাংক ওয়াটার অ্যান্ড স্যানিটেশন প্রোগ্রা এবং ইউএস এইড সবাই মিলে ঠিক করে হাত ধোয়ার বিষয়টি বিশ্বব্যাপী জনপ্রিয় করতে হবে। যেন সবাই হাত ধোয়ার বিষয়ে সচেতন হন আর পৃথিবী থেকে রোগ বালাইয়ের পরিমাণ ক্রমশ কমতে থাকে। এই প্রতিষ্ঠানগুলো একটি অংশীদারী চুক্তি করলো, চুক্তির নাম গ্লোবাল হ্যান্ডওয়াশিং পার্টনারশিপ( জিইচপি)। তারা ঠিক করল প্রতি বছর ১৫ অক্টোবর পালন করা হবে ‘হাত ধোয়া দিবস’ ।
যখন নতুন কিছু শুরু করা হয়, সবচেয়ে ভালো উপায় হচ্ছে তা ছোটদের মধ্যে শুরু করে দেয়া। জিএইচপিও এই কাজটাই করল।তারা স্কুলের বাচ্চাদের মধ্যে এই হাত ধোয়ার বিষয়টি শুরু করে দিল। ১৫ অক্টোবর সবগুলো দেশের যতগুলো সম্ভব স্কুলের শিশুদের সাবান হাত ধোয়ানোর ব্যবস্থা করা হলো। ওদের সঙ্গে যোগ দিলো ক্রিকেট বিশ্বের প্রবাদতুল্য তারকা শচীন টেন্ডুলকার এবং তার সতীর্থরা।
২০০৯ সাল, সারা বিশ্বে একদিনে ১০০ মিলিয়নের বেশি শিশুরা একসঙ্গে হাত ধুয়ে জানতে পারলো হাত ধোয়ার প্রয়োজনীয়তার কথা। ২০১৪ সালে হাত ধোয়াই হয়ে উঠলো মরণরোগ ইবোলার প্রতিষেধক। এভাবে অফ্রিকা মহাদেশের লাখ লাখ শিশু শুধু হাত ধুয়ে বাঁচিয়ে ফেললো নিজেদের জীবন।
সারা বিশ্বে যত শিশু পাঁচ বছর বয়স হওয়ার আগে মারা যায় তার মধ্যে প্রায় ৩৫ লাখ শিশু মারা যায় ডায়রিয়া ও নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে। সাবান দিয়ে হাত ধোয়ার অভ্যাস এইসব রোগ থেকে শিশুদের রক্ষা করতে।
প্রতি বছরের মধ্যে এই বছরও সারা বিশ্বের শিশুরা ১৫ অক্টোবর নিজেরা হাত ধুয়ে এর প্রয়োজনীয়তার কথা জানবে, এই অভ্যাস শ্বাসের সমস্যা এবং ডায়রিয়াজনিত অসুখ বিসুখ থেকে তাদের রক্ষা করবে ।
সারাবাংলা/এমএ/জেডএফ