Monday 07 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘সম্পাদক পরিষদের তথ্যে ঘাটতি রয়েছে’


১৫ অক্টোবর ২০১৮ ১৭:১৫ | আপডেট: ১৬ অক্টোবর ২০১৮ ১৩:২৩
Sarabangla | Breaking News | Sports | Entertainment

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

ঢাকা : সম্পাদক পরিষদের তথ্যে ঘাটতি রয়েছে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। তিনি বলেন, ‘আমরা তাদের বলেছিলাম, তাদের যে উদ্বেগ উৎকণ্ঠাগুলো রয়েছে সেগুলো আমরা মন্ত্রিপরিষদের বৈঠকে উত্থাপন করবো। কিন্তু মন্ত্রিসভার অমুক বৈঠকে উত্থাপন করা হবে এভাবে কিন্তু আলোচনা হয়নি। তবে আমরা দ্রুত উত্থাপন করবো।’

সোমবার (১৫ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবে আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস উপলক্ষে আয়োজিত ‘অর্থনীতিতে গ্রামীণ নারীর অবদান’ শীর্ষক এক আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

আরো পড়ুন : ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে সম্পাদক পরিষদের ৭ দফা

বিজ্ঞাপন

তথ্যমন্ত্রী বলেন, আজকের মন্ত্রিসভার বৈঠকে বিষয়টি উত্থাপিত হয়েছে। সেখানে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী বিষয়টি আলোচনা করেছেন, সেখানে বিস্তারিত আলোচনা হয়েছে। প্রধানমন্ত্রী বলেছেন, এই আইন হচ্ছে শিশুদের নিরাপত্তার জন্য, সাইবার অপরারীদের জন্য, হ্যাকারদের জন্য, ডিজিটাল সমাজের নিরাপত্তার জন্য।

কোনোমতেই গণমাধ্যম কিংবা গণমাধ্যম কর্মীদের বিরুদ্ধে এই আইন নয় বলে উল্লেখ করেন হাসানুল হক ইনু। তিনি বলেন, ‘এই আইনের কোনও জায়গায় গণমাধ্যম কর্মীদের বিরুদ্ধে আমরা ভূমিকা রাখিনি। এরপরও যদি কোনও আলোচনা থাকে, তাহলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কিংবা মন্ত্রণালয় আলোচনা করে দেখবে।’

সারাবাংলা/জেএ/এসএমএন

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু সম্পাদক পরিষদ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর