জাফরুল্লাহ চৌধুরীর বিরুদ্ধে জিডি, তদন্ত করবে ডিবি
১৫ অক্টোবর ২০১৮ ১৮:২৯
।। সিনিয়র করেসপন্ডেন্ট ।।
ঢাকা: গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরীর বিরুদ্ধে ক্যান্টনমেন্ট থানায় একজন সেনা কর্মকর্তার করা সাধারণ ডায়েরি (জিডি) তদন্ত করবে গোয়েন্দা ও অপরাধ তথ্য বিভাগ (ডিবি)।
ওই জিডি’র তদন্ত ভার সোমবার (১৫ অক্টোবর) ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের দক্ষিণ বিভাগে হস্তান্তর করা হয়েছে বলে সারাবাংলাকে জানিয়েছেন ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী সাহান হক। এর আগে শুক্রবার (১২ অক্টোবর) রাতে জাফরুল্লাহ চৌধুরীর বিরুদ্ধে জিডি করেন সেনা সদরে দায়িত্বরত মেজর এম রকিবুল আলম।
সাহান হক বলেন, বেসরকারি টেলিভিশনের টকশোতে সেনাবাহিনীর প্রধান জেনারেল আজিজ আহমেদ সম্পর্কে ডা. জাফরুল্লাহ চৌধুরীর বক্তব্য ‘অসৎ ও উদ্দেশ্য প্রণোদিত’ উল্লেখ ওই সেনা কর্মকর্তা জিডি করেন।
ঢাকা মহানগর গোয়েন্দার (দক্ষিণ) উপ-কমিশনার জামিল আহসান বলেন, ক্যান্টনমেন্ট থানায় করা ওই জিডিটি গোয়েন্দা সদস্য তদন্ত করবে। তদন্তের স্বার্থে এখন এর বেশি বলা যাবে না।
সারাবাংলা/ইউজে/এটি