Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শিক্ষার্থী নাসিম হত্যার তদন্ত প্রতিবেদন ১৪ নভেম্বর


১৫ অক্টোবর ২০১৮ ১৮:৪৭

।। স্টাফ করেসপন্ডেন্ট ।।

ঢাকা: রাজধানীর বাড্ডায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র নাসিম আহমেদ হত্যায় দায়ের করা মামলার তদন্ত প্রতিবেদন পিছিয়েছে আগামী ১৪ নভেম্বর জমা দিতে নির্দেশ দিয়েছেন আদালত।

সোমবার (১৫ অক্টোবর) তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা ছিল। এদিন মামলার তদন্ত কর্মকর্তা বাড্ডা থানার উপ-পরিদর্শক (এসআই) এসএম কামরুল হাসান তদন্ত প্রবিবেদন দাখিল করতে পারেনি। এজন্য ঢাকা মহানগর হাকিম হাবীবুর রহমান চৌধুরী প্রতিবেদনের দাখিলের জন্য নতুন এ তারিখ নির্ধারণ করেন।

নিহত নাসিমের ছোট ভাই নাবিল আহমেদ জানান, গতবছর বিপিএল চলাকালে প্রতি সন্ধ্যায় মধ্য বাড্ডা এলাকায় পোস্ট অফিস গলিতে বাসার পাশে জুয়া চলছিল। নাসিম এতে বাধা দেয়। ওই ঘটনার জেরে গত ৬ নভেম্বর সকাল ৯টার দিকে বাসার সামনেই নাসিমকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় নাসিমের মৃত্যু হয়।

তিনজনের নাম উল্লেখ করে ৬ নভেম্বর রাতেই মামলা দায়ের করেন নাসিমের বাবা আলী আহমেদ সাইফ উদ্দীন। মামলায় অজ্ঞাত পরিচয় আরো ৩-৪ জনকে আসামি করা হয়েছে।

সারাবাংলা/এআই/এমও

বিপিএল হত্যা মামলা

বিজ্ঞাপন
সর্বশেষ

ভারত থেকে ফিরলেন ৯ বাংলাদেশি তরুণী
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১২:২৩

আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন ড. ইউনূস
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১২:০৪

সবজি-মুরগির বাজার চড়া, অধরা ইলিশ
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১১:১০

সম্পর্কিত খবর