বগুড়ায় চেতনানাশকসহ অজ্ঞান পার্টির ২ সদস্য গ্রেফতার
১৫ অক্টোবর ২০১৮ ২০:১৭
।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।
বগুড়া : বগুড়া থেকে অজ্ঞান পার্টির দুই সদস্যকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
রোববার (১৪ অক্টোবর) দিবাগত রাতে বগুড়া স্টেশন রোড পিকআপ স্ট্যান্ডের সামনে অভিযান চালায় র্যাব-১২। এসময় কেন্দ্রীয় মসজিদের পশ্চিম পাশ থেকে মো. আলী হাসান (২৬) ও মো. হারুন অর রশিদ (২৫) গ্রেফতার করা হয়।
র্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার এসএম মোর্শেদ হাসান জানান, বগুড়া রেল স্টেশন এলাকায় একদল অজ্ঞান পার্টির সদস্য অপেক্ষা করছে বলে তাদের কাছে খবর আসে। এর ভিত্তিতে অভিযান চালিয়ে বগুড়ার নন্দীগ্রাম উপজেলার মো. আলী হাসান ও কাহালু উপজেলার সাবাসপুর গ্রামের মো. হারুন অর রশিদকে গ্রেফতার করা হয়।
এসময় তাদের কাছ থেকে ২০ মিলিলিটার চেতনানাশক রাসায়নিক, দুইটি মোবাইল ফোন, তিনটি সিম কার্ড, এক রতি ওজনের স্বর্ণের নাকফুল ও এক হাজার ৬৫ টাকা জব্দ করা হয়।
এই অজ্ঞান পার্টির সদস্যরা বগুড়া জেলাসহ আশপাশের জেলাগুলোতে বিভিন্ন যানবাহনের চালক অথবা যাত্রীদের চেতনানাশক রাসায়নিক ব্যবহার করে অজ্ঞান করে টাকা-পয়সা, স্বর্ণালংকার ও যাবতীয় মালামাল লুটে নিত। এদের বিরুদ্ধে বগুড়া জেলার সদর থানায় মামলা দায়ের করা হয়েছে বলেও জানান এই র্যাব কর্মকর্তা।
সারাবাংলা/এসএমএন