Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পূজায় কাউকে বিশৃঙ্খলা করতে দেবো না: স্বরাষ্ট্রমন্ত্রী


১৫ অক্টোবর ২০১৮ ২৩:৩২

।। স্টাফ করেসপন্ডেন্ট ।।

ঢাকা: সনাতন ধর্মের সবচেয়ে বড় উৎসব দুর্গা পূজাকে ঘিরে নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে মন্দির-মণ্ডপগুলোকে। তাই পূজাকে ঘিরে কাউকে কোনোভাবেই বিশৃঙ্খলা করতে দেওয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

সোমবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর খামারবাড়ি দুর্গা পূজা মন্দির পরিদর্শন শেষে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘দুর্গাপূজা হিন্দু ধর্মের সবচেয়ে বড় পূজা। সারা বাংলাদেশে সুন্দরভাবে এ কয়েকদিন যেন নিরাপত্তার চাদরে আবৃত থাকে সে ব্যবস্থা আমরা করেছি। প্রধানমন্ত্রীর দিক নির্দেশনায় বাংলাদেশ এগিয়ে চলছে দুর্বার গতিতে। এখানে সাম্প্রদায়িক চেতনার কোনো স্থান নেই।’

সভায় বিশেষ অতিথির বক্তব্যে ঢাকা মেট্ট্রোপলিটন পুলিশ কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেন, ‘ঢাকা মহানগরীতে এবার ২৩৪টি মণ্ডপে পূজা হচ্ছে। প্রত্যেকটি পূজায় আমরা নিরবিচ্ছিন্ন, নিচ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছি। আজ প্রত্যেকটি পূজা সার্বজনীনে রূপান্তর হয়েছে। এখানে সকল ধর্ম-বর্ণ, শ্রেণি-পেশার মানুষের একটা মিলন মেলা ঘটেছে। আমি নির্ঘাত বলতে পারি এখানে যদি গণনা করা হয়, আমাদের সনাতনী হিন্দু ধর্মালম্ভীদের চেয়ে অন্য ধর্মালম্বীদের সংখ্যা কোনো অংশে কম হবে না। কারণ এটি এখন সার্বজনীন উৎসব।’

তিনি আরও বলেন, ‘আমরা এ কথা সুস্পষ্ট করে বলতে চাই, বাংলাদেশে কোনো সংখ্যালঘু নেই। সবাই আমরা বাংলাদেশি নাগরিক, বাঙালি। সংখ্যালঘু যদি থেকে তারা হচ্ছে জঙ্গি, সন্ত্রাসী। আমরা না, আপনারা না। আমরা কাঁধে কাঁধ মিলিয়ে মুক্তিযুদ্ধ করেছি। তাই উৎসব আপনারা সকলে করবেন। রাষ্ট্র, সরকার, আমরা, আপনাদের পাশে ছিলাম, আছি, থাকবো।’

বিজ্ঞাপন

এসময় আরও উপস্থিত ছিলেন- ভারতের বন্ধন ব্যাংকের প্রতিষ্ঠাতা ও এমডি এবং সিইও চন্দ্র শেখর ঘোষ, আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, কৃষিবিদ ইনস্টিটিউশনের সভাপতি এ এম এম সালেহ, সনাতন সমাজকল্যাণ সংঘের সভাপতি কৃষিবিদ সমীর চন্দ, ডিএনসিসির ২৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ফরিদুর রহমান ইরানসহ প্রমুখ।

সারাবাংলা/এসএইচ/এমও

দুর্গা পূজা স্বরাষ্ট্রমন্ত্রী

বিজ্ঞাপন
সর্বশেষ

কোস্ট গার্ডের নতুন ডিজি জিয়াউল হক
২৯ সেপ্টেম্বর ২০২৪ ১১:৩২

সম্পর্কিত খবর