Sunday 06 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডা. জাফরুল্লাহর বিরুদ্ধে চাঁদাবাজি-জমি দখলের মামলা


১৬ অক্টোবর ২০১৮ ১২:১৪ | আপডেট: ১৬ অক্টোবর ২০১৮ ১২:২৩
Sarabangla | Breaking News | Sports | Entertainment

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।

আশুলিয়া : রাষ্ট্রদ্রোহ মামলার পর চাঁদাবাজির অভিযোগেও মামলা করা হয়েছে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরীর বিরুদ্ধে।

আশুলিয়ার পাথালিয়ায় জমি বিক্রিতে বাধ্য করার চেষ্টা এবং এক কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ এনে সোমবার (১৬ অক্টোবর) রাতে মামলাটি হয়।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিজাউল হক দিপু সারাবাংলাকে বলেন, মানিকগঞ্জের মোহাম্মদ আলী নামে এক ব্যক্তির করা এই মামলায় গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি বোর্ডের সদস্য জাফরুল্লাহসহ মোট চারজনকে আসামি করা হয়েছে। তিনি জানান, এ বিষয়ে তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন

ডা. জাফরুল্লাহ প্রতিষ্ঠিত গণবিশ্ববিদ্যালয় সাভারের আশুলিয়া থানা এলাকায় অবস্থিত। মামলার বাদী মোহাম্মদ আলী সারাবাংলাকে বলেন, পাথালিয়া মৌজার প্রায় চার একর ২৪ শতাংশ জমি তিনিসহ আরও দুজন ২০০৩ সালে কিনেছিলেন। ওই জমি নেওয়ার জন্য জাফরুল্লাহ ও তার লোকজন তাকে নানাভাবে ‘ভয়ভীতি‘ দেখিয়ে আসছে। এমনকি নাম মাত্র মূল্যে বিক্রির জন্য আমাকে এবং আমার শরিকদের চাপ দেওয়ার পাশাপাশি জীবননাশের হুমকি পর্যন্ত দিয়েছে।

মোহাম্মদ আলী আরো বলেন, ‘তারা আমাদের জমি থেকে জোর করে প্রায় ৩০ লাখ টাকার মাটি কেটে নিয়ে গেছে। তাদের অত্যাচারে আমি এক পর্যায়ে অসুস্থ হয়ে পড়ি। এজন্য আমার বাইপাস সার্জারি করতে হয়েছে।’

এসব ঘটনায় সাভার ও আশুলিয়া থানায় আগে একাধিক জিডি করেন বলেও দাবি করেন আলী। সর্বশেষ গত ১৪ অক্টোবরের এক ঘটনার বর্ণনা দিয়ে এজাহারে বলা হয়, ‘ওইদিন সকালে মোহাম্মদ আলী ও তার শরিক আনিছুর রহমান জমিতে থাকাবস্থায় জাফরুল্লাহর সহযোগী দেলোয়ার হোসেন (৫৭), সাইফুল ইসলাম শিশির (৫৫) এবং আওলাদ হোসেন (৪৮)সহ ৩/৪জন জমিতে ঢুকে জানায়, তারা জাফরুল্লাহ নির্দেশে এসেছে। তারা জমি তাদের কাছে বিক্রির জন্য বলে। সেই সঙ্গে বলে, এই জমি গণবিশ্ববিদ্যালয়ের জন্য পূর্বে না দেওয়ার কারণে তাদের অনেক ক্ষতি হয়েছে। এই জন্য এক কোটি টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকার করায় তারা হুমকি দেয় এবং জমির কাঁটাতারের বেষ্টনি, সাইনবোর্ড ও একটি গেইট ভাংচুর করে।’

আরো পড়ুন : জাফরুল্লাহ চৌধুরীর বিরুদ্ধে জিডি, তদন্ত করবে ডিবি

সারাবাংলা/এসএমএন

 

জাফরুল্লাহ চৌধুরী জিডি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর