Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নাগরিক আন্দোলনের নিবন্ধন বাতিল: ইসির চিঠির কার্যকারিতা স্থগিত


১৬ অক্টোবর ২০১৮ ১৬:১০

।। সিনিয়র করেসপন্ডেন্ট ।।

ঢাকা: ঐক্যবদ্ধ নাগরিক আন্দোলনের নিবন্ধন বাতিল করে নির্বাচন কমিশনের (ইসি) দেওয়া চিঠির কার্যকারিতা স্থগিত করেছেন হাইকোর্ট বিভাগ। একইসঙ্গে ইসি’র সিদ্ধান্ত কেন বাতিল ঘোষণা করা হবে না- তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে।

মঙ্গলবার (১৬ অক্টোবর) দুপুরে বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি রাজিক আল জলিলের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

ঐক্যবদ্ধ নাগরিক আন্দোলনের সভাপতি ড. কাজী ফারুক আহমেদ ও সাধারণ সম্পাদক আবদুস সামাদের করা এক রিট আবেদনের নিয়ে এদিন আদেশ দেন আদালত।

রিট আবেদনকারীর পক্ষে ছিলেন অ্যাডভোকেট মনজিল মোরসেদ এবং রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোখলেসুর রহমান।

মনজিল মোরসেদ সারাবাংলাকে জানান, ২০০৮ সালের ১৬ নভেম্বর নিবন্ধন পায় ঐক্যবদ্ধ নাগরিক আন্দোলন। সেই নিবন্ধন বাতিল করে গত ৪ অক্টোবর চিঠি দেয় নির্বাচন কমিশন (ইসি)। ইসির দেওয়া চিঠি চ্যালেঞ্জ করে রিট আবেদন করা হলে আদালত রুল জারি করেন। একইসঙ্গে আদালত বলেন, রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত চিঠির কার্যকারিতা স্থগিত করা হলো।

সারাবাংলা/এজেডকে/এটি

ঐক্যবদ্ধ নাগরিক আন্দোলন

বিজ্ঞাপন
সর্বশেষ

উর্মিলার সংসার ভেঙে যাওয়ার কারণ
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২১:০২

নতুন পরিচয়ে কুসুম সিকদার
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২০:৫৭

সম্পর্কিত খবর