Thursday 21 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইউটিউবে হঠাৎ গোলযোগ


১৭ অক্টোবর ২০১৮ ০৯:৫৪

।। আন্তর্জাতিক ডেস্ক ।।

বিশ্বজুড়ে বেশ কয়েক ঘণ্টা স্থবির ছিলো জনপ্রিয় ভিডিও শেয়ারিং ওয়েবসাইট ইউটিউব। এর ফলে ব্যবহারকারীরা বেশ বিড়ম্বনায় পড়েন। বাংলাদেশ সময় ৭টা ৪৫ মিনিট থেকে সাইটটিতে প্রবেশে অসুবিধা হলেও ফের ৯টার দিকে আবারও সচল হয়েছে ইউটিউব।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সান জানায়, সমস্যাটি এশিয়া, ইউরোপ ও আমেরিকা মহাদেশে দেখা দিয়েছিলো। এ সময় কম্পিউটারের ডেস্কটপ থেকে ইউটিউবে প্রবেশ করে সাইটের বিভিন্ন ক্যাটাগরি দেখা গেলেও কোনও ভিডিও দেখা এবং আপলোড করা সম্ভব হচ্ছিলো না। স্মার্টফোন ও ট্যাবেও একই অবস্থা দেখাচ্ছিলো।

ইউটিউবে প্রবেশ করতে না পারায় ব্যবহারকারীদের অভিযোগ নজরে আসে কর্তৃপক্ষের। টুইট বার্তায় ইউটিউবের পক্ষ থেকে জানানো হয়, ইউটিউব, ইউটিউব টিভি এবং ইউটিউব মিউজিকে প্রবেশ সমস্যা বিষয়ে আমাদের জানানোর জন্য ইউটিউব ব্যবহারকারীদের ধন্যবাদ। সমস্যা সমাধানে কাজ করা হচ্ছে।

সাময়িক অসুবিধার জন্য ইউটিউবের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়।

সারাবাংলা/এনএইচ

ইউটিউব

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর