Friday 04 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইয়াবা ব্যবসার অভিযোগে নারী কারারক্ষীসহ গ্রেফতার ২


১৭ অক্টোবর ২০১৮ ১৫:৩৭
Sarabangla | Breaking News | Sports | Entertainment

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।

দিনাজপুর: দিনাজপুর শহরের জেলা পোস্ট অফিস এলাকায় অভিযান চালিয়ে নারী কারারক্ষী আজেফা বেগম (৩৫) ও আবু বকর সিদ্দিক (৩৭) নামের দুই জনকে ১ হাজার পিস ইয়াবাসহ আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় এক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটক আফেজা বেগম দিনাজপুর জেলা কারাগারের কারারক্ষী। তাকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।

দিনাজপুর কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেদওয়ানুর রহিম ঘটনার সত্যতা নিশ্চিত করে সারাবাংলাকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার জেলা পোস্ট-অফিসের পাশে অভিযান চালায় পুলিশ। এসময় ১ হাজার পিস ইয়াবাসহ ওই দুই জনকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে মাদক আইনে দিনাজপুর কোতয়ালী থানায় মামলা দায়ের করা হয়েছে।

বিজ্ঞাপন

তিনি জানান, মাদক ব্যবসায়ী আবু বকর সিদ্দিকের স্ত্রী সুলতানা বর্তমানে দিনাজপুর জেলা কারাগারে রয়েছে। এসব ইয়াবা কারারক্ষী আজেফা বেগমের মাধ্যমে সুলতানার কাছে যায়, এই তথ্য পেয়ে অভিযান চালানো হয়।

দিনাজপুর জেলা কারাগারের জেলার হুমায়ুন কবীর সারাবাংলাকে জানান, উক্ত ঘটনায় নারী কারারক্ষী আফেজা বেগমকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।

সারাবাংলা/এমআইআর/এনএইচ

ইয়াবা ব্যবসা দিনাজপুর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর