Tuesday 26 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তিতাসের ৫ কর্মকর্তা সাময়িক বরখাস্ত


১৭ অক্টোবর ২০১৮ ১৬:৩৭

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

তিতাস গ্যাস কোম্পানির পাঁচ কর্মকর্তাকে দুর্নীতির দায়ে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

তাদের মধ্যে কোম্পানির আভ্যন্তরীণ হিসাবে গরমিলের অভিযোগে তিনজনকে এবং সিএনজি স্টেশনে গ্যাসের হিসাবে কারচুপির দায়ে দুজনকে বরখান্ত করা হয়।

বুধবার (১৭ অক্টোবর) তিতাস গ্যাস কোম্পানির ঊর্ধ্বতন এক কর্মকর্তা সারাবাংলাকে এ তথ্য জানান।

এ বিষয়ে কথা বলতে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালকে একাধিকবার মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করেও পাওয়া যায়নি।

সংশ্লিষ্ট কর্মকর্তা জানান, তিতাস গ্যাসের আভ্যন্তরীণ হিসেবে গরমিলের অভিযোগে হিসাব বিভাগের ব্যবস্থাপক হুমায়ুন কবির খান, উপব্যবস্থাপক (বেতন ও তহবিল) নাজমুল হক ও উপমহাব্যবস্থাপক আব্দুর রশিদকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

অন্যদিকে, সিএনজি স্টেশনে গ্যসের হিসাব কারচুপির অভিযোগে মিটারিং ও ভিজিল্যান্স টিমের ব্যবস্থাপক প্রকৌশলী মহিদুর রহমান এবং পাইপলাইন নিমার্ণ বিভাগের ব্যবস্থাপক প্রকৌশলী গোলাম মোস্তফা খান। গাজীপুরের কুনিয়া এলাকার যমুনা সিএনজি স্টেশনের বিরুদ্ধে গ্যাস কারচুপির অভিযোগ ওঠে।

ওই কর্মকর্তা জানান, তিতাসে দুর্নীতি নিয়ে পেট্রোবাংলা দুটি তদন্ত কমিটি করে। ওই তদন্ত কমিটির দেওয়া প্রতিবেদনের পরিপ্রেক্ষিতেই এই পাঁচ কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে।

সংশ্লিষ্টরা জানান, তিতাসে প্রচুর অবৈধ সংযোগ রয়েছে। ফলে এটা নিশ্চিত যে, এখানে প্রচুর দুর্নীতি হচ্ছে এবং দুর্নীতী করারও সুযোগ রয়েছে।

সারাবাংলা/এইচএ/এমআইৃ

তিতাস গ্যাস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর