অর্থবছরের প্রথম ছয় মাসে রপ্তানি বেড়েছে ৭ শতাংশ
৪ জানুয়ারি ২০১৮ ১৮:৫৮
সিনিয়র করেসপন্ডেন্ট
ঢাকা: চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে রপ্তানিতে প্রবৃদ্ধি হয়েছে ৭ দশমিক ১৫ শতাংশ। তবে, শুধু ডিসেম্বরেই প্রবৃদ্ধি হয়েছে আগের বছরের একই সময়ের তুলনায় ৮ দশমিক ৪২ শতাংশ। যা ডিসেম্বরের নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়ে ১ দশমিক ৮৪ শতাংশ কম।
রফতানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) সর্বশেষ মাসিক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
এদিকে, তৈরি পোশাকে প্রথম ছয় মাসের প্রবৃদ্ধি ৭ দশমিক ৭৫ শতাংশ। অর্থবছরের প্রথম ছয় মাসে ১৪৭ কোটি ৭২ লাখ ডলারের পোশাক রফতানি হয়েছে। ধারণা করা হচ্ছে, পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধি নিয়ে যে শঙ্কা ছিল তা অনেকটাই কাটতে শুরু করেছে। কারণ এখন পর্যন্ত লক্ষ্যমাত্রার তুলনায় ২ দশমিক ৭৫ শতাংশ রপ্তানি বেড়েছে।
পণ্য ভিত্তিক রপ্তানির তথ্যে দেখা গেছে, কৃষি পণ্য রফতানিতে প্রথম ছয় মাসে পূর্ববর্তী বছরের তুলনায় প্রবৃদ্ধি ১৯ দশমিক ৮৪ শতাংশ। এখন পর্যন্ত ৩১ কোটি ৩ লাখ ডলারের কৃষি পণ্য রফতানি হয়েছে। আর তা লক্ষ্যমাত্রার তুলনায় ১৩ দশমিক ০৪ শতাংশ বেশি।
সারাবাংলা/ইএইচটি/জেএএম