বিএনপির দাবি সরকার মানতে চায় না: নজরুল ইসলাম খান
১৭ অক্টোবর ২০১৮ ১৬:৪০
।। স্টাফ করেসপন্ডেন্ট।।
ঢাকা: বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, আমরা সরকারের কাছে যে দাবিগুলো করেছি এগুলোর যুক্তি জনগণ স্বীকার করলেও সরকার তা মানতে চায় না। এর কারণ হলো, আমাদের দাবিগুলো সরকার মেনে নিলে তারা আগামী নির্বাচনে জয়ী হতে পারবে না।’
জাতীয় প্রেস ক্লাবে বুধবার (১৭ অক্টোবর) ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) আয়োজিত এক অনুষ্ঠানে নজরুল ইসলাম খান এ কথা বলেন। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) সাবেক ভিসি অধ্যাপক ডা. এম এ হাদীর ১১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এ দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির জ্যেষ্ঠ নেতা নজরুল ইসলাম খান।
তিনি বলেন, ‘সরকার ক্ষমতায় থেকে নির্বাচন করতে চায়। কারণ, সরকার জানে তারা যদি ক্ষমতায় থেকে নির্বাচন না করে, ক্ষমতার প্রভাব দেখিয়ে যদি তাদের দলীয় প্রার্থীদের নির্বাচিত করা না হয় তাহলে তারা নির্বাচিত হতে পারবে না। সে জন্য আওয়ামী লীগ আরেকবার জোর করে ক্ষমতায় আসতে চায়।’
নজরুল ইসলাম খান বলেন, ‘সরকার গত দশ বছরে যে পরিমাণ লুটপাট করেছে তার বিচার হচ্ছে না। অথচ খালেদা জিয়ার বিরুদ্ধে একটা অসত্য মামলা দিয়ে তাকে কারারুদ্ধ করে রাখা হয়েছে। লুটপাটের পরও তারা বলে চার হাজার কোটি টাকা কোনো টাকা নয়। ওয়াশিংটনের একটি সংস্থা রিপোর্ট প্রকাশ করেছে, এশিয়ার সবচেয়ে বেশি টাকা পাচার হচ্ছে বাংলাদেশ থেকে। তারপরও কোনো প্রতিকার নেই। উন্নয়নের নামে কয়েকগুণ বাজেট বরাদ্দ করে চলছে লুটপাট।’
তিনি আরও বলেন, ‘আগামী সংসদ নির্বাচনে ইভিএম ব্যবহারের জন্য বাংলাদেশে প্রতিটি যন্ত্র ক্রয় করতে দুই থেকে আড়াই লাখ টাকা ব্যয় করছে সরকার। অথচ একই যন্ত্র পাশের দেশ ভারতে ২১/২২ হাজার টাকায় পাওয়া যায়। শুধু তাই নয়, একই যন্ত্র আমাদের বুয়েটে তৈরি করতে খরচ পড়ছে ২২/২৪ হাজার টাকা। কিন্তু সরকার তা কিনছে কয়েকশগুণ বেশি অর্থ দিয়ে। এতে স্পষ্ট বোঝা যায়, দেশে কী পরিমাণ লুটপাট চলছে।’
বিএনপির কেন্দ্রীয় এ নেতা অভিযোগ করে বলেন, ‘বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে এমনিতে হাজার হাজার মামলা আছে। এমনও আমাদের অনেক নেতা আছে যার বিরুদ্ধে চারশর বেশি মামলা আছে। দশ বছর আগে যে মারা গেছে, তার বিরুদ্ধেও মামলা আছে। এ সবের উদ্দেশ্য ভয়ভীতি দেখিয়ে জনগণকে অকার্যকর করে রাখা। যাতে জনগণ তাদের বিরুদ্ধে প্রতিবাদ করতে না পারে।’
দোয়া ও আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন ড্যাবের সহ-সভাপতি ডা. এম এ কুদ্দুস, কোষাধ্যক্ষ মোস্তাক রেহান স্বপন, সিনিয়র যুগ্ম মহাসচিব প্রফেসর ডা. এস এম রফিকুল ইসলাম, ড্যাবের বিএসএমএমএউ ইউনিটের সভাপতি ডা. মোহাম্মদ সাইদুল ইসলাম সেলিমসহ অন্যরা।
সারাবাংলা/এসএইচ/একে