‘কর্ম’ ও ‘সেবা বন্ধু’ অ্যাপের প্রসারে কাজ করবে ‘ইয়ংবাংলা’
১৭ অক্টোবর ২০১৮ ১৭:৫৫
।। সারাবাংলা ডেস্ক ।।
গুগলের এরিয়া-১২০ প্রকল্পের অধিনে নির্মিত ক্যারিয়ার ও চাকরি খোঁজার অ্যাপ ‘কর্ম’ যৌথভাবে কাজ শুরু করেছে দেশের বৃহত্তম ইয়ুথ নেটওয়ার্ক ‘ইয়ংবাংলা’র সঙ্গে।
একটি কর্মশালার মাধ্যমে ‘কর্ম’ প্লাটফর্মের সঙ্গে যুক্ত হয়েছেন ইয়ংবাংলার ক্যাম্পাস অ্যাম্বাসেডররা।
অ্যাপটির প্রসারে উদ্যোক্তারা এবার তরুণ প্রজন্মের সংগঠন ইয়ংবাংলা ও তাদের ক্যাম্পাস অ্যাম্বাসেডরদের সঙ্গে কাজ করতে একটি ওয়ার্কশপের আয়োজন করে। দেশের ২৫টিরও বেশি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস অ্যাম্বাসেডররা এই ওয়ার্কশপে অংশ নেন। কর্মের অপারেশনাল ম্যানেজার জেস বায়ার্ন, অ্যাপটির সঙ্গে অ্যাম্বাসেডরদের পরিচয় করিয়ে দেন।
এ ছাড়াও তিনি গুগলের স্টার্ট-আপ প্রকল্পগুলো কীভাবে চলমান পৃথিবীর সমস্যা সমাধানে কাজ করছে তাও তুলে ধরেন।
ওয়ার্কশপে কর্ম অ্যাপটির স্থানীয় বিপণন বিষয়ক প্রকল্প পরিচালক মোহাম্মদ কাশিফ চৌধুরী বলেন, অ্যাপটি বাংলাদেশের কর্মসংস্থান সংকট কমিয়ে আনতে কাজ করবে। আগামী দিনগুলোতে অ্যাপটির আরও প্রসার ঘটবে বলে তিনি আশা প্রকাশ করেন।
অ্যাপটির মাধ্যমে বহির্বিশ্বে বাংলাদেশের পরিচয় ঘটানো সম্ভব বলে জানান কর্ম অ্যাপটির জেনারেল ম্যানেজার আরমান হোসেন।
এ ছাড়া, বিপণন প্রতিষ্ঠান সেবা ও ইয়ুথ বাংলার ক্যাম্পাস অ্যাম্বাসেডররা ‘সেবা বন্ধু’ অ্যাপের প্রসারে কনফারেন্সে অংশ নেন।
অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির অংশীদারিত্বমূলক প্রধান কৌশলী মেহেদ উল হক বলেন, ইয়ংবাংলা ও সেবা একই ধরনের মূল্যবোধে ও কর্মপরিকল্পনায় বিশ্বাস করে। আগামী দিনগুলোতে এই সহযোগিতা আরও সম্প্রসারিত হবে। ইয়ংবাংলার মাধ্যমে সেবা তাদের ‘সেবা বন্ধু অ্যাপ’ ৬৪টি জেলায় বিস্তৃত করা পরিকল্পনা করছে।
সেবা ওয়বসাইট থেকে প্রতি মাসে প্রায় বারো হাজার পণ্যের চাহিদা রয়েছে।
সারাবাংলা/এনএইচ