Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘বিএনপি ক্ষমতায় আসলে সংখ্যালঘুরা বাড়ি-ঘরে থাকতে পারবেন না’


১৭ অক্টোবর ২০১৮ ১৭:৫৯

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।

নোয়াখালী: আগামী নির্বাচনে হিন্দু সম্প্রদায়কে বিএনপি সম্পর্কে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বুধবার (১৭ অক্টোবর) দুপুরে নিজ নির্বাচনী এলাকা নোয়াখালীর কবিরহাট উপজেলার অমরপুর শ্রী শ্রী রাধাকৃষ্ণ গৌর নিতাই আশ্রমের পূজা মণ্ডপ পরিদর্শনে গিয়ে তিনি এই আহ্বান জানান।

ওবায়দুল কাদের বলেন, বিএনপি ক্ষমতায় আসলে সংখ্যালঘু যারা, বাড়ি-ঘরে থাকতে পারবেন না। তাদের যারা বন্ধু, তারা আরও সাম্প্রদায়িক দল। এদের নিয়ে বিএনপি ক্ষমতায় আসলে দেশের মাইনরিটি সবচেয়ে বিপদে পড়বে। তাই আগামী নির্বাচনে সাম্প্রদায়িক শক্তিকে প্রতিহত করে অসাম্প্রদায়িক শক্তির উত্থান ঘটাতে হবে।

তিনি বলেন, হিন্দুদের দাবি-দাওয়া প্রধানমন্ত্রী অপূর্ণ রাখেননি। আগামী নির্বাচনে নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনার সরকারকে পুনরায় নির্বাচিত করার আহ্বান জানান তিনি।

এর আগে মন্ত্রী কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাটে শ্রী শ্রী জগনাথ মন্দির পূজা মণ্ডপ পরিদর্শন করেন।

সারাবাংলা/এটি

বিজ্ঞাপন
সর্বশেষ

চট্টগ্রামে খালে ভাসছিল অর্ধগলিত লাশ
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১৪:৩৩

বিএসইসি‘র চেয়ারম্যানের পদত্যাগ দাবি
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১৩:৫১

বাড়তে পারে তাপমাত্রা
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১৩:৩৪

সম্পর্কিত খবর