গুলশান থেকে এসএ গ্রুপের স্বত্বাধিকারীকে গ্রেফতার
১৭ অক্টোবর ২০১৮ ২০:৫৪
।। স্টাফ করেসপন্ডেন্ট ।।
ঢাকা: প্রতারণা ও জালিয়াতির মামলায় চট্টগ্রামের এসএ গ্রুপের স্বত্বাধিকারী শাহাবুদ্দিন আলমকে রাজধানীর গুলশান এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
বুধবার (১৭ অক্টোবর) সকাল ৯টার দিকে গুলশান এলাকা থেকে তাকে আটক করা হয়। পরে তাকে দুপুর ১২টার দিকে আদালতে পাঠানো হয়।
সিআইডির সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) শারমিন জাহান সারাবাংলাকে বলেন, গত বছর চট্টগ্রামের ইপিজেড থানায় ব্যাংক এশিয়া শাহাবুদ্দিন আলমের বিরুদ্ধে ঋণ জালিয়াতের অপরাধে মামলা দায়ের করেন। এ মামলায় দীর্ঘদিন ধরে তাকে খুঁজে বেড়াচ্ছিল সিআইডি। আজ (বুধবার) তাকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।
সারাবাংলা/এসএইচ/টিআর