Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাবির ভর্তি পরীক্ষায় প্রশ্নফাঁসের অভিযোগে গ্রেফতার ৬ জন কারাগারে


১৭ অক্টোবর ২০১৮ ২১:৪০

।। স্টাফ করেসপন্ডেন্ট ।।

ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষার প্রশ্নফাঁসের অভিযোগ গ্রেফতার ৬ জনকে কারাগারে নেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।

বুধবার (১৭ অক্টোবর) শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম সাদবীর ইয়াছির আহসান চৌধুরী আসামিদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এরা হলেন, জাহিদুল ইসলাম, ইনসান আলী, মোস্তাকিম হোসেন, সাদমান সালিদ, আবু তালেব ও তানবির আহমেদ।

ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের হওয়া মামলায় দুই দিনের রিমান্ড শেষে এদিন তাদের আদালতে হাজির করা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রউফ বাহাদুর, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত ৬ জনকে কারাগারে আটক রাখার আবেদন করেন। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবীরা জামিন আবেদন করেন।

গত ১৪ অক্টোবর আসামিদের দুইদিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে গত ১৩ অক্টোবর রাতে শাহবাগ থানায় মামলাটি করেন বিশ্ববিদ্যালয়ের প্রধান নিরাপত্তা কর্মকর্তা এসএম কামরুল আহসান।

সারাবাংলা/এআই/এটি

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর