Tuesday 08 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যৌতুক না পেয়ে স্ত্রীকে ঘরছাড়া, স্বামীর বিরুদ্ধে মামলা


১৭ অক্টোবর ২০১৮ ২১:৫১

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট।।

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের সলঙ্গায় দুই লাখ টাকা যৌতুক দিতে না পারায় এক গৃহবধূকে মারধরের পর ঘর ছাড়া করার অভিযোগ উঠেছে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে।

এই অভিযোগে গৃহবধূ রহিমা আক্তার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা করেছেন। মামলাটি তদন্তের জন্য বেলকুচি থানাকে নির্দেশ দিয়েছেন আদালত।

রহিমা আক্তারের স্বামীর নাম মেহেদী হাসান। সে উপজেলার দেলুয়া গ্রামের বাসিন্দা।

মেহেদী হাসানের বিরুদ্ধে অভিযোগ, শ্বশুরবাড়ি থেকে দুই লাখ টাকা যৌতুক না পেয়ে রহিমাকে মারধর ও নির্যাতন করত মেহেদী হাসান ও তার পরিবারের লোকজন। এ ছাড়া গত কয়েকদিন আগে তার ব্যবহৃত সোনার চেইন, আঙটি রেখে তাকে বাসা থেকে বের করে দেওয়া হয়।

সারাবাংলা/একে

যৌতুক স্ত্রীকে নির্যাতন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর