Sunday 19 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নির্বাচনে জঙ্গি হামালার আশঙ্কা নেই: আইজিপি


১৭ অক্টোবর ২০১৮ ২৩:২৫

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।

ঢাকা: আগামী জাতীয় নির্বাচনে জঙ্গি হামলার কোনো আশঙ্কা নেই বলে মন্তব্য করেছেন পুলিশের মহাপরিদর্শক ড. জাবেদ পাটোয়ারী। তিনি বলেন, নির্বাচনে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও সার্বিক নিরাপত্তার বিষয়ে পুলিশ তৎপর। আগামী নির্বাচন নিয়েও আমাদের পরিকল্পনা রয়েছে।

বুধবার (১৭ অক্টোবর) রাতে নারায়ণগঞ্জ শহরের আমলাপাড়া এলাকায় পূজা মণ্ডপ পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন।

আইজিপি বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জঙ্গিদের আস্তানায় অভিযান চালানো হয়েছে। আমাদের অভিযানে দুইজন জঙ্গি নিহত হয়েছে। যে দু’জনকে গ্রেফতার করা হয়েছে তাদের এখনও পুরোপুরি জিজ্ঞাসাবাদ করার সুযোগ হয়নি। প্রাথমিকভাবে জানা গেছে, তারা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। এর বেশি এখনই কিছু বলা যাচ্ছে না।

জাবেদ পাটোয়ারী জানান, সারাদেশে শান্তিপূর্ণ পরিবেশে পূজা উদযাপিত হচ্ছে। কোথাও কোনো ধরনের জঙ্গি হামলা হয়নি, হামলার আশঙ্কাও নেই। দূর্গা পূজাকে কেন্দ্র করে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

এর আগে পূজা মণ্ডপে পৌঁছালে আইজিপি ড. জাবেদ পাটোয়ারীকে ফুল দিয়ে অভ্যর্থনা জানান আমলাপাড়া পূজা উদযাপন কমিটির সভাপতি প্রবীর সাহা। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা রেঞ্জের ডিআইজি চৌধুরী আবদুল্লাহ আল মামুন, নারায়ণগঞ্জের জেলা প্রশাসক রাব্বি মিয়া, জেলা পুলিশ সুপার আনিসুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার ফারুক হোসেন, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ-এর সভাপতি খালেদ হায়দার খান কাজল এবং আরও অনেকে।

আইজিপি নগরীর আরও কয়েকটি পূজা মণ্ডপ পরিদর্শন করেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/এটি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর