Friday 11 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আইয়ুব বাচ্চুর মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী


১৮ অক্টোবর ২০১৮ ১১:৩৮ | আপডেট: ১৮ অক্টোবর ২০১৮ ১৮:৪৫
Sarabangla | Breaking News | Sports | Entertainment

।।সিনিয়র করেসপন্ডেন্ট।।

ঢাকা: কিংবদন্তি সংগীত শিল্পী আইয়ুব বাচ্চুর মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ। এক শোকবার্তায় রাষ্ট্রপতি সংগীত শিল্পী আইয়ুব বাচ্চুর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানান। এদিকে, প্রধানমন্ত্রী শেখ হা‌সিনাও আইয়ুব বাচ্চুর মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন।

এছাড়া, আরো শোক জানিয়েছেন, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, সমাজকল্যাণমন্ত্রী রাশেদ খান মেনন, তথ্য মন্ত্রী হাসানুল হক ইনু, প্রতিমন্ত্রী তারানা হালিম, জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মোহাম্মাদ এরশাদ।

বিজ্ঞাপন

এর আগে বৃহস্পতিবার (১৮ অক্টোবর) সকালে আইয়ুব বাচ্চু হৃদরোগে আক্রান্ত হয়ে বাসায় মারা যান। পরে সকাল সাড়ে ৮টার দিকে তাকে স্কয়ার হাসপাতালে আনা হলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

জানা গেছে, গত ১৬ অক্টোবর রংপুরে আইয়ুব বাচ্চুর কনসার্ট ছিল। কনসার্ট শেষ করে বৃহস্পতিবার ভোরে তিনি ঢাকা পৌঁছান।

প্রায় তিন দশক ধরে সংগীত জগতে রাজত্ব করেছেন আইয়ুব বাচ্চু।

সারাবাংলা/জেএএম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর