Wednesday 11 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আ. লীগ মাহাবুব তালুকদারের পদত্যাগ চায় না: কাদের


১৮ অক্টোবর ২০১৮ ১৯:২১

।।স্টাফ করেসপন্ডেন্ট।।
ঢাকা: আওয়ামী লীগ নির্বাচন কমিশনার মাহবুব তালুকদারের পদত্যাগ চায়না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারন সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘আমি মনে করি ভিন্নমত পোষণ করা যে কোনো নির্বাচন কমিশনারের আছে। মাহবুব তালুকদারের হয়তো কোনো বিষয়ে ভিন্নমত থাকলেও তাতে নির্বাচন কমিশনের কোন সংকট আছে বলে মনে হয় না। তাছাড়া, দলীয় ভাবেও আমরা চাই না কোনো কমিশনারের পদত্যাগ।’

বৃহস্পতিবার (১৮ অক্টোবর) রাজধানীর সেতুভবনে ভারতের রাষ্ট্রদূত হর্ষবর্ধন শ্রিংলার সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন‌।

তিনি বলেন, ‘এটা নির্বাচন কমিশনের অভ্যন্তরীন বিষয়। কোন দল বা ব্যক্তি চাইলে সেটা তার ব্যক্তিগত চাওয়া।’

বিএনপির নেতারা বলছেন, সরকার একতরফা নির্বাচনের মাস্টারপ্লান করছে এজন্যই নির্বাচন কমিশনার মাহাবুব তালুকদার এর পদত্যাগ দাবি করছে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘প্রধান নির্বাচনের কমিশনের সাথে ৪ জন মিলে নির্বাচন কমিশন। একজন নির্বাচন নিয়ে ভিন্নমত পোষণ করতেই পারে। এতে কি নির্বাচন কমিশন প্রশ্নবিদ্ধ হয়ে যাবে।’

বুধবার ১৪ দল ব্রিফিং করে মাহবুব তালুকদারের পদত্যাগ দাবি করেছে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এটা ১৪ দল বা তার ব্যক্তিগত হতে পারে। আওয়ামী লীগের কোনো সিদ্ধান্ত নয়। আওয়ামী লীগের মাহবুব তালুকদারের পদত্যাগ দাবি করতে হবে এমন কোন চিন্তা ভাবনা নেই’।

একাদশ নির্বাচন নিয়ে ভারত কোনো আশঙ্কা ভারত দেখছে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এ রকম কোনো আশঙ্কার কথা আমার সাথে প্রকাশ করে নি তারা। আমার মনে হয় না এ ধরনের কোন আশঙ্কা আছে। কিন্তু আমাদের দেশে যখনই ইলেকশন আসে তখনই নানা রকমের মেরুকরন হয়।

এখন মেকিং এবং ব্রেকিং প্রক্রিয়ার খেলা চলছে মন্তব্য করে তিনি বলেন, ‘এই মেকিং ব্রেকিং এর ফাইনাল কি ধরণের আকার নেবে এ নিয়ে বলা মশকিল। যেমন আমাদের সাথেও অনেকে আসতে চেয়েছে। আওয়ামী লীগের সঙ্গে নির্বাচনী জোটে আসতে প্রতিদিনই যোগাযোগ করছে একাধিক রাজনৈতিক দল। এরই মধ্যে আগ্রহ প্রকাশ করা কয়েকটি দল। জোটের রাজনীতির শেষ দেখতে অপেক্ষা করতে হবে আরও কিছুদিন। এখনই মুখ খুলতে চাই না। আমাদের সঙ্গে যোগাযোগ করেছে জাকের পার্টি, সাতটি দলের একটি বাম অ্যালায়েন্স, বাহাদুর শাহ এর ইসলামী ফ্রন্ট। তারা আমাদের অফিসে এসেছেন আমাদের কাছে একটি দাবি রেখে গেছেন, আমাদের সঙ্গে কাজ করতে চান, শামিল হতে চান।’

ভারতের রাষ্ট্রদূত হর্ষবর্ধন শ্রিংলার সাথে আগামী নির্বাচন নিয়ে কোনো কথা হয়েছে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ’ভারত অবাধ সুষ্ঠ ও গ্রহণযোগ্য নির্বাচন দেখতে চায়। আমি বলেছি আমরাও অবাধ সুষ্ঠ ও গ্রহণযোগ্য নির্বাচন চাই। আশা করি সুন্দর একটি নির্বাচন অনুষ্ঠিত হবে।

সারাবাংলা/এমএমএইচ/জেএএম


বিজ্ঞাপন
সর্বশেষ

নড়াইলে মাশরাফিসহ ৯০ জনের নামে মামলা
১১ সেপ্টেম্বর ২০২৪ ১৪:৪০

সরকারের প্রথম একনেক ১৮ সেপ্টেম্বর
১১ সেপ্টেম্বর ২০২৪ ১৪:১৩

সম্পর্কিত খবর