প্রেমিকের ছুরিকাঘাতে প্রেমিকার মৃত্যু
৪ জানুয়ারি ২০১৮ ২১:৪২
স্টাফ করেসপন্ডেন্ট
রাজধানীর গুলশানে বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় প্রেমিকাকে ছুরিকাঘাত করেন প্রেমিক। এরপর আহত অবস্থায় ওই তাকে ঢাকা মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি।
গুলশান থানার উপপরিদর্শক (এসআই) খোরশেদ আলম জানান, নিহত লিমা গুলশান ২ নম্বরের একটি বাসায় হোয়াইট বিউটি সেলুন অ্যান্ড স্পা নামের একটি বিউটি পার্লারে কাজ করতেন। আরমান শেখ (২০) নামের এক যুবকের সঙ্গে গত এক বছরে ধরে প্রেম ছিল। কিছুদিন ধরে আরমান লিসাকে বিয়ের প্রস্তাব দিয়ে আসছিল। কিন্তু লিমা রাজি হচ্ছিল না।
গত ৩১ ডিসেম্বর বেলা ১২টার দিকে গুলশানের বিউটি পার্লারে লিমা ডিউটিতে থাকা অবস্থায় আরমান কাস্টমার পরিচয় দিয়ে পার্লারে প্রবেশ করে। এক পর্যায়ে সে বিয়ের প্রস্তাব দিলে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়।
এরপর আরমান রেগে গিয়ে লিমাকে এলোপাথাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য প্রথমে স্থানীয় সাহাবুদ্দিন মেডিকেলে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকেলে তার মৃত্যু হয়।
খোরশেদ আলম জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। তিনি আরও জানান, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। আরমানকে গ্রেফতারের চেষ্টা চলছে।
নিহত লিমা খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলার খাড়াবান্দা বানতলা গ্রামের মহসিন মোল্লার মেয়ে। বর্তমানে সে ভাটারা সাইদ নগর এলাকায় থাকতো।
সারাবাংলা/এসএস/টিএম