Monday 30 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৫-৭ ফেব্রুয়ারি ঢাকায় ওআইসির পর্যটন মন্ত্রীদের সম্মেলন


৪ জানুয়ারি ২০১৮ ২১:১৬

স্পেশাল করেসপন্ডেন্ট

অর্গানাইজেশন অব ইসলামিক কনফারেন্স (ওআইসি) ভুক্ত দেশগুলোর পর্যটন মন্ত্রীদের দশম সম্মেলন আগামী ৫-৭ ফেব্রুয়ারি ঢাকায় অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুষ্ঠানটির উদ্বোধন করবেন ।

বৃহস্পতিবার (৪ জানুয়ারি) সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এ কে এম শাহজাহান কামালের সভাপতিত্বে এ সংক্রান্ত স্টিয়ারিং কমিটির সভায় এ তথ্য জানানো হয়।

এ ছাড়া সভায় সদস্য রাষ্ট্রসমূহের মধ্যে পর্যটন ভিত্তিক পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি, ইসলামিক কালচারাল হোরিটেজ, রিলিজিয়াস ট্যুরিজমসহ পর্যটনের প্রসারের মাধ্যমে বিনিয়োগ, বাণিজ্য ও কর্মসংস্থান সৃষ্টিতে এ সম্মেলন বিশেষভাবে ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করা  হয়।

বিমান ও পর্যটন সচিব এস এম গোলাম ফারুক ও মন্ত্রণালয় এবং দপ্তরসমূহের সংশ্লিষ্ট কর্মকর্তারা এ সভায় উপস্থিত ছিলেন।

২০১৫ সালের ২১ থেকে ২৩ নভেম্বর নাইজারের রাজধানী নিয়ামীতে অনুষ্ঠিত নবম সম্মেলনে সর্বসম্মতভাবে দশম সম্মেলন ঢাকায় অনুষ্ঠানের সিদ্ধান্ত হয়।

সারাবাংলা/জেএ/টিএম/এমআই

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর