‘ঘ’ ইউনিটের পরীক্ষা বাতিলের দাবি ছাত্রলীগের
১৮ অক্টোবর ২০১৮ ২১:০৯
।। ঢাবি করেসপন্ডেন্ট ।।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ঘ’ ইউনিটের পরীক্ষা যাচাই-বাছাই সাপেক্ষে পুনরায় নেওয়ার দাবি জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ।
বৃহস্পতিবার (১৮ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনটি এ দাবি জানিয়েছে। এতে চার দফা দাবি উল্লেখ করা হয়েছে।
দাবিগুলো হলো— যাচাই-বাছাই সাপেক্ষে পুনরায় ভর্তি পরীক্ষা নেওয়া অথবা উত্তীর্ণ শিক্ষার্থীদের নিয়ে বিশেষ ভর্তি পরীক্ষার মাধ্যমে ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষার বিষয়ে সুস্পষ্ট প্রশাসনিক সিদ্ধান্তে আসা; ডিজিটাল জালিয়াতি, প্রশ্নফাঁস বা যেকোনো ধরনের অসাদুপায় অবলম্বনকারীর বিরুদ্ধে সর্বোচ্চ প্রশাসনিক ও আইনি ব্যবস্থা নেওয়া; সুস্পষ্ট তথ্য-প্রমাণ সাপেক্ষে জালিয়াতি, প্রশ্নফাঁস বা অসাদুপায় উপায়ের মাধ্যমে ভর্তি হওয়া শিক্ষার্থীর ছাত্রত্ব বাতিল ও আইনি ব্যবস্থা নেওয়া; আধুনিক, যুগোপযোগী ও মানসম্মত ভর্তি পরীক্ষার স্বার্থে শিক্ষাবিদ, বিশেষজ্ঞ, সিনেট, সিন্ডিকেট, অংশীজন এবং ছাত্র সংগঠনগুলোর প্রতিনিধিদের সমন্বয়ে পলিসি ডিবেটের মাধ্যমে ভর্তি পরীক্ষার পদ্ধতির সংস্কার করা।
এ বিষয়ে ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন সারাবাংলাকে বলেন, ‘ছাত্রলীগ সুস্পষ্ট চারটি দাবি তুলে ধরেছে। আমরা চেয়েছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেবল মেধাভিত্তিক প্রতিযোগিতার মাধ্যমেই শিক্ষার্থীরাই ভর্তি পারবে। এর বাইরে যদি কেউ ভর্তি হয়ে থাকে, তার বিরুদ্ধে যেন প্রশাসন দৃষ্টন্তমূলক ব্যবস্থা গ্রহণ করে।’ বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের দাবিকে সাধুবাদ জানিয়েছে বলেও জানান তিনি।
উল্লেখ্য, গত শুক্রবার (১২ অক্টোবর) ঢাবি ‘ঘ’ ইউনিট ভর্তি পরীক্ষার আগেই প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ওঠে। বিশ্ববিদ্যালয় প্রশাসন এটা নিয়ে তদন্ত কমিটি গঠন করে। কমিটি একজন ভর্তিচ্ছুর মোবাইলে সকাল ৯টা ১৭ মিনিটে প্রশ্ন পাওয়ার প্রমাণ পায়। তা সত্ত্বেও পরীক্ষা বাতিল না করে মঙ্গলবার (১৬ অক্টোবর) ফলপ্রকাশ করা হয়। এদিন দুপুর ১২টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যে আইন বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র আখতার হোসেন ‘ঘ’ ইউনিটের পরীক্ষা বাতিলের দাবিতে আমরণ অনশন শুরু করেন।
সারাবাংলা/কেকে/টিআর