Sunday 08 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মেঘে ভাসা আলস্যের দিন


১৯ অক্টোবর ২০১৮ ১০:২৯
।। মাকসুদা আজীজ, অ্যাসিস্ট্যান্ট এডিটর।। 
বছরের সবচেয়ে আরামের সময় সম্ভবত কার্তিক মাস। শীতের কাঁপুনি নেই, বৃষ্টির কাদুনী নেই, রোদের চোখ রাঙানি নেই। তারপরেও কিছু দু:খ তো থেকে যায়। যেমন কার্তিকে ফসলের প্রচুর্য থাকে না তবে অগ্রহায়ণের হাতছানি থাকে সব মিলিয়ে কার্তিক একটা সম্ভাবনার আভাস দেয়।
আজকের দিনটা এমনিতে ছুটির দিন। ছুটির দিনে যাদের কাজে যাওয়ার প্যারা থাকে তাদেরও বেশ আরাম লাগে। অন্যের প্রশান্তির সুখ তো আছেই, অন্যেরা সুখে বলে আলাদা করে দু:খের কারণ তৈরি হয় না। এ জন্যই হয়তো বলে, জগতের সকল প্রাণী সুখী হোক, শান্তি লাভ করুক। শান্তি আসতে হলে সকলের সুখ আবশ্যক। একা সুখী হলে শান্তি একটু দুষ্কর।
কার্তিকের শুক্রবার তাই সার্বজনীন সুখের। আজকের কথাই যদি বলি, আকাশে পেঁজা পেঁজা মেঘ কী আলস্যে ভেসে বেড়াচ্ছে। তাদের কোথাও যাওয়ার তাড়া নাই কিছু হারানোর ভয় নাই। শুধুই ভেসে যাওয়া। আবহাওয়ার পূর্বাভাস বলছে, বঙ্গোপসাগরের আমাদের প্রান্তে লঘু চাপের প্রভাব আছে, মেঘের আগমন আরও বাড়বে।
এদিকে সূর্য কিন্তু আজ একই তেজে আছে সেই ৩২ ডিগ্রি সেলসিয়াস। কিন্তু রোদের তেজ তো কপট রাগ। বেলা পড়তেই নেমে যাবে। তখন প্রকৃতি খুবই নরম, আরামের আর প্রিয়।
দিনটা প্রধানত শুষ্ক তবে ওই যে বেলা পড়লে একটু আর্দ্রতাও আসবে। সব মিলিয়ে তখন দারুন ভালো লাগবে।
সুন্দর দিনটি শুভ হোক, আরামে হোক , সুখের হোক। নিজের সুখ অনুভূতি অন্যের জীবনে প্রসারিত হোক, শান্তি আসুক সকল প্রাণে। মেঘে ভেসে আলস্যের স্বপ্ন সত্য হয়ে যাক।
সারাবাংলা/এমএ/জেএএম


বিজ্ঞাপন
সর্বশেষ

‘আমাদের সেনাবাহিনী যেন তৈরি থাকে’
৮ সেপ্টেম্বর ২০২৪ ১৫:২৯

আগস্টে কমেছে মূল্যস্ফীতি
৮ সেপ্টেম্বর ২০২৪ ১৫:০৭

সম্পর্কিত খবর