Thursday 03 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ধানমন্ডিতে বৈঠকে ঐক্যফ্রন্টের নেতারা


১৯ অক্টোবর ২০১৮ ১৬:৩৮ | আপডেট: ১৯ অক্টোবর ২০১৮ ২০:২২
Sarabangla | Breaking News | Sports | Entertainment

।। স্পেশাল করেসপন্ডেন্ট।।

ঢাকা: সাংগঠনিক কর্মপন্থা নির্ধারণের জন্য ধানমন্ডির ১০ নম্বর রোডের এক বাসায় বৈঠকে বসেছেন ঐক্য ফ্রন্টের নেতারা। ঐক্যফ্রন্টের নেতা মোবারক হোসেনের বাসায় শুক্রবার (১৯ অক্টোবর) এ বৈঠক শুরু হয়।

বৈঠকে উপস্থিত আছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, গণফোরামের নির্বাহী সভাপতি সুব্রত চৌধুরী, সাধারণ সম্পাদক মোস্তফা মহসীন মন্টু, ডাকসুর সাবেক নেতা সুলতান মোহাম্মদ মনসুর, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) প্রেসিডিয়াম সদস্য তানিয়া রব, সাধারণ সম্পাদক আবদুল মালেক রতন।

বিজ্ঞাপন

জাতীয় ঐক্যফ্রন্টের ধারাবাহিক বৈঠকের অংশ হিসেবে ধানমন্ডিতে এ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।

এর আগে গুলশানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে বৈঠক করেন ঐক্যফ্রন্টের নেতারা।

সারাবাংলা/এজেড/একে

ঐক্যফ্রন্ট বিএনপি মির্জা ফখরুল ইসলাম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর