নারায়ণগঞ্জ জামায়াতের আমিরসহ ৯ জন আটক
১৯ অক্টোবর ২০১৮ ১৮:১৫
।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।
নারায়ণগঞ্জ: গোপন বৈঠক থেকে নারায়ণগঞ্জ জেলা জামায়াতের আমির মাওলানা মঈন উদ্দিনসহ ৯ জনকে আটক করেছে পুলিশ। এ সময় ওই বাসা থেকে ৫টি ককটেল, ৭টি আতশবাজি ও বেশ কিছু রডের টুকরা উদ্ধার করা হয়।
শুক্রবার (১৯ অক্টোবর) দুপুরে ফতুল্লার হাজীগঞ্জ এলাকায় মাওলানা মঈনউদ্দিনের বাড়ি থেকে তাদের আটক করা হয়। এরা হলেন, আনোয়ার হোসেন, রাশেদ বেপারী, আলমগীর বাহার, আল আমিন, শহিদুল, হারুন অর রশিদ, জয়নাল আবেদীন ও জাকির হোসেন।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত শাহজালাল জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাওলানা মঈনউদ্দিনের বাসায় অভিযান চালানো হয়। আমাদের কাছে খবর ছিল, নাশকতার পরিকল্পনা করতে জামায়াতের শীর্ষ নেতারা বৈঠকে বসবে। পুলিশ ওই বাড়ি চারপাশ থেকে ঘিরে রেখে জামায়াত নেতাদের আত্মসমর্পনের সুযোগ দেয়। আত্মসমর্পন করে তারা জানায় ওই বাড়িতে বিস্ফোরক রাখা আছে।
সারাবাংলা/এটি