দনিয়ায় ট্রলি ব্যাগে খণ্ডিত মানবদেহ
২০ অক্টোবর ২০১৮ ১০:৫৪
।। স্টাফ করেসপন্ডেন্ট ।।
ঢাকা: রাজধানীর কদমতলীর দনিয়া এলাকার একটি পরিত্যক্ত জায়গায় একটি ট্রলি ব্যাগ থেকে মানবদেহের খণ্ডিত অংশ পাওয়া গেছে। শুক্রবার (১৯ অক্টোবর) দিবাগত রাত ১২টার দিকে খবর পেয়ে পুলিশ খণ্ডিত লাশটি উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য তা স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালে পাঠানো হয়।
কদমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) সাজু মিয়া সারাবাংলাকে জানান, দনিয়া নতুন এ কে হাইস্কুল গলির একটি পরিত্যক্ত খালি জায়গায় একটি ট্রলি ব্যাগ পাওয়া গেছে— এমন খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়। সেখানে ওই ট্রলি ব্যাগে কোমড় থেকে হাঁটু পর্যন্ত মানবদেহের খণ্ডিত অংশ পাওয়া যায়। খণ্ডিত দেহটি খানিকটা পচনশীল ছিল। সেটি কোনো নারীর বলে ধারণা করছি।
ওসি জানান, ধারণা করা হচ্ছে, কয়েকদিন আগে অন্য কোথাও হত্যা করে দুর্বৃত্তরা খণ্ডিত অংশ ট্রলি ব্যাগে করে ফেলে গিয়েছে। এ ঘটনার সঙ্গে কারা জড়িত, সে বিষয়ে কোনো তথ্য এখনও পাওয়া যায়নি। আমরা বিষয়টি তদন্ত করছি।
সারাবাংলা/এসএসআর/টিআর