Tuesday 08 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কক্সবাজারে এক লাখ ইয়াবাসহ আটক ৩


২০ অক্টোবর ২০১৮ ১৩:২৭ | আপডেট: ২০ অক্টোবর ২০১৮ ১৩:৪৪
Sarabangla | Breaking News | Sports | Entertainment

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।

কক্সবাজার: কক্সবাজার শহরের বিসিক এলাকা থেকে এক লাখ পিস ইয়াবাসহ তিনজনকে আটক করেছে র‌্যাব। আটককৃতরা হলেন, মো. জোহর (৩৫), মো. বেলাল (২২) ও মো. ছদরুল আমিন (২১)।

শনিবার (২০ অক্টোবর) সকালে তাদের আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-৭ কক্সবাজার ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মেহেদী হাসান বলেন, একটি চক্র ইয়াবা নিয়ে আসছে এমন খবরে তল্লাশি চৌকি বসিয়ে ইয়াবাসহ তাদের আটক করা হয়। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এসময় ইয়াবা পাচারে ব্যবহৃত মাইক্রোবাসটি জব্দ করা হয়েছে বলে জানায় র‌্যাব।

সারাবাংলা/এনএইচ

ইয়াবাসহ আটক কক্সবাজার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর