Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খাবার তৈরিতে নানা অনিয়ম, ভৈরবে ৫ প্রতিষ্ঠানকে জরিমানা


২০ অক্টোবর ২০১৮ ১৯:৩৩

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।

ভৈরব : অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরিসহ নানা অনিয়মের অভিযোগে ভৈরবের পাঁচটি ব্যবসা প্রতিষ্ঠানকে এক লাখ ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শনিবার দুপুরে অভিযান চালিয়ে এই জরিমানা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ মনিটরিং সেল এর ভ্র্যাম্যমান আদালত। অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক মঞ্জুর মোহাম্মদ শাহরিয়া, কিশোরগঞ্জের উপ-সহকারি পরিচালক মো. ইব্রাহিম মুন্সি এবং ভৈরব পৌরসভার স্বাস্থ্য পরিদর্শক নাসিমা বেগম। অভিযানে সহায়তা করেন র‌্যাব-১৪ ভৈরব ক্যাম্পের সদস্যরা ।

অভিযানে শহরের উপজেলা পরিষদের সামনে অবস্থিত প্রাণ কোম্পানিকে অপরিচ্ছন্নতার দায়ে ৫০ হাজার টাকা, ফুলকলি ফাস্ট ফুডকে মেয়াদ উত্তীর্ণ বার্মিজ আচার রাখার দায়ে ২০ হাজার টাকা, ক্যাপিটাল বিস্কুট বেকারিকে ৩০ হাজার টাকা, জনতা হোটেলকে ২০ হাজার টাকা এবং হোসেন ফার্মেসিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। সঙ্গে সঙ্গেই এই জরিমান অর্থ আদায়ও করা হয়।

এ সময় প্রত্যেকটি প্রতিষ্ঠানকে ভেজাল বা মেয়াদোত্তীর্ণ খাবার বিক্রি ও পরিবেশন না করার জন্য সতর্ক করে দেন আদালত।

সারাবাংলা/এসএমএন

জরিমানা ভ্রাম্যমান আদালত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর