Sunday 13 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের স্টিকার লাগানো গাড়ি থেকে ইয়াবা জব্দ


২০ অক্টোবর ২০১৮ ২১:৪১

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের স্টিকার লাগানো প্রাইভেট কার থেকে এক লাখ ৪০ হাজার ইয়াবা জব্দ করেছে পুলিশ। এ সময় দু’জনকে আটক করা হয়। এরা হলেন, গাড়িচালক মঞ্জুরুল ইসলাম ও মো. জাবেদ।

শনিবার (২০ অক্টোবর) সন্ধ্যায় নগরীর ইপিজেড থানার দুই নম্বর মাইলের মাথা থেকে তাদের আটক করা হয়।

ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল হুদা সারাবাংলাকে জানান, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের স্টিকার লাগানো একটি এক্স করলা প্রাইভেট কার প্রধান সড়ক ধরে পতেঙ্গার দিকে যাচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে গাড়িটিকে দাঁড় করিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় গাড়ির আসনের নিচে বিশেষভাবে লুকিয়ে রাখা এক লাখ ৪০ হাজার ইয়াবা পাওয়া যায়।

পুলিশের চোখ ফাঁকি দিতে মন্ত্রণালয়ের স্টিকার ব্যবহার করা হয়েছিল, বলেন নুরুল হুদা।

সারাবাংলা/আরডি/এটি

ইয়াবা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর