।। স্টাফ করেসপন্ডেন্ট ।।
ঢাকা: রাজধানীর উত্তরখানে গ্যাস লাইন লিকেজের আগুনে দগ্ধ আট জনের মধ্যে সাগর (১২) নামে আরও একজন মারা গেছেন। শনিবার (২০ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ৩ টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে তার মৃত্যু হয়।
সাগরের মৃত্যু নিশ্চিত করে আবাসিক চিকিৎসক ডা. পার্থ শংকর পাল জানান, সাগরের শরীরের ৬৬ শতাংশ পুড়ে গিয়েছিল।
এ নিয়ে এই ঘটনায় ছয়জনের মৃত্যু হলো। এর আগে মারা যান, আজিজুল, মুসলিমা, সুফিয়া বেগম, পুর্নিমা ও ডাবলু।
উল্লেখ্য, গত সপ্তাহের শনিবার (১৩ অক্টোবর) ভোর ৪টার দিকে রাজধানীর উত্তরখান ব্যাপারীপাড়ার একটি বাসায় গ্যাস লাইন লিকেজের আগুনে একই পরিবারের আট জন দগ্ধ হন। এর মধ্যে ছয় জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছিলেন চিকিৎসকরা।
অন্যান্য দগ্ধরা হলেন, আনজুয়ারা (২৫), আব্দুল্লাহ (৫)।
সারাবাংল/এসএসআর/এনএইচ
আরও পড়ুন: রাজধানীতে গ্যাস লাইনে বিস্ফোরণে একই পরিবারের দগ্ধ ৮