Wednesday 23 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘এমএনপি’ সেবার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী


২১ অক্টোবর ২০১৮ ১১:১২ | আপডেট: ২১ অক্টোবর ২০১৮ ১৭:১৬

।। স্টাফ করেসপন্ডেন্ট ।।

ঢাকা: প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে মোবাইল নাম্বার পোর্টেবিলিটি (এমএনপি) সেবা উদ্বোধন করেছেন। রোববার (২১ সেপ্টেম্বর) সকাল ১০টায় প্রধানমন্ত্রী তাঁর সরকারি বাসভবন গণভবন থেকে এ সেবা উদ্বোধন করেন।

এই সেবা চালু হওয়ার ফলে গ্রাহকরা তার নাম্বার অপরিবর্তিত রেখেই যেকোন কোম্পানির নেটওয়ার্ক ব্যবহার করার স্বাধীনতা পাবেন। যা এর আগে নাম্বার পরিবর্তনের ঝামেলার জন্য সম্ভব ছিল না।

চলতি মাসের ১ তারিখ থেকে বাংলাদেশে পরীক্ষামূলকভাবে বাণিজ্যিকভাবে বহুল প্রতীক্ষিত এমএনপি সেবা চালু করা হয়েছে। এর ফলে বাংলাদেশ এমএনপি সেবা দেয়া ৭২তম দেশ হয়েছে।

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ১ অক্টোবর তাদের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এমএনপি সেবা দেয়ার ঘোষণা দিয়েছিল।

বিটিআরসি জানায়, বর্তমানে ৭২টি দেশে এমএনপি সেবা চালু রয়েছে। পাকিস্তানে ২০০৭ সালে ও ভারতে ২০১১ সালে এ সেবা চালু করা হয়।

সারবাংলা/এমও

এমএনপি প্রধানমন্ত্রী

বিজ্ঞাপন

জবিতে বিষয় পছন্দের সময় বাড়ল
২৩ এপ্রিল ২০২৫ ১৫:২৬

আরো

সম্পর্কিত খবর