Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মোংলায় পৌঁছেছে ফাদার রিগনের মরদেহ


২১ অক্টোবর ২০১৮ ১৩:২৬

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট।।

মোংলা, বাগেরহাট: মুক্তিযুদ্ধে অসামান্য অবদান রাখা ইতালির নাগরিক ফাদার মারিনো রিগনের মরদেহ মোংলায় এসে পৌঁছেছে। তার শেষ ইচ্ছা অনুযায়ী মোংলার সাধুপালের ক্যাথলিক মিশনে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে সমাহিত করা হবে।

রোববার (২১ অক্টোবর) সকাল ১০টায় রিগানের মরদেহ বহনকারী হেলিপ্টারটি অবতরন করে শেখ রাসেল মিনি স্টেডিয়ামে। মৃত দেহটি সরকারের পক্ষে গ্রহণ করেন খুলনা সিটি করপোরশনের মেয়র তালুকদার আবদুল খালেক ও বাগেরহাট জেলা প্রশাসক পিউজ কস্তা।

২০১৪ সালে বাংলাদেশের মোংলার ক্যাথলিক মিশনে থাকাবস্থায় ফাদার রিগনকে তার পরিবার ইতালি নিয়ে যায়। জন্মস্থান ইতালির ভিল্লাভেরলা গ্রামে ২০১৭ সালের ২০ অক্টোবর ৯৩ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই ধর্মযাজক। বাংলাদেশের মাটিতে চিরনিদ্রায় শায়িত হওয়ার ইচ্ছা ব্যক্ত করেছিলেন ফাদার মারিনো রিগন। সেই মতো, মৃত্যুর এক বছর পর জন্মভূমি ইতালি থেকে তার মরদেহ বাংলাদেশ আনা হয়।

সূত্র জানায়, মাত্র ২৮ বছর বয়সে খ্রিস্টধর্ম প্রচারের ব্রত নিয়ে ১৯৫৩ সালে ৭ জানুয়ারি পূর্ব পাকিস্তানে আসেন মারিনো রিগন। মুক্তিযুদ্ধের সময় বাঙালিদের পাশে দাঁড়ান তিনি। মুক্তিযোদ্ধাদের সহায়তা, আশ্রয় ও সেবা দেয়ার পাশাপাশি সরাসরি মুক্তিযুদ্ধে অংশ নেন। মুক্তিযুদ্ধে বিশেষ অবদানের জন্য রিগনকে বাংলাদেশের রাষ্ট্রীয় সম্মাননা ও নাগরিকত্ব দেওয়া হয়েছে।

সারাবাংলা/এমএইচ

আরও পড়ুন

শেষ ইচ্ছা পূরণে বাংলাদেশেই সমাহিত হবেন ফাদার রিগন

ফাদার রিগান বাগেরহাট মরদেহ সমাধি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর