Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বসতবাড়ি থেকে ২৮ পাসপোর্টসহ দালাল আটক


২১ অক্টোবর ২০১৮ ১৩:৪৯

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট।।

রাজবাড়ী: রাজবাড়ীতে ২৮টি পাসপোর্টসহ নিতাই কুন্ডু (৫৮) নামে এক পাসপোর্ট দালাল চক্রের সদস্যকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৮)।

রোববার (২১ অক্টোবর) দুপুরে জেলা সদরের খানখানাপুর ইউনিয়নের কুন্ডুপাড়ার নিজ বসতবাড়ি থেকে তাকে আটক করা হয়।

আটক নিতাই কুন্ডু সদর উপজেলার কুন্ডুপাড়া গ্রামের মৃত অরবিন্দ কুন্ডুর ছেলে।

র‌্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মো. রইছ উদ্দিন জানান, নিতাই কুন্ডু রাজবাড়ী আঞ্চলিক পাসপোর্ট অফিসের একজন দালাল। তিনি দীর্ঘদিন ধরে নিজের বাড়িতে পাসপোর্ট রেখে দ্রুত পাসপোর্ট করে দেওয়ার কথা বলে সাধারণ মানুষের কাছ থেকে অবৈধভাবে অতিরিক্ত টাকা আদায় করে আসছিলেন। দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে তার বাড়িতে অভিযান চালিয়ে ২৮টি পাসপোর্ট, ১১টি ভোটার আইডি কার্ড, নগদ ২৬ হাজার ৬শ’ টাকা, ৫১টি বিদেশি ডলার ও বিপুল পরিমাণ পাসপোর্টের আবেদন ফর্মসহ তাকে আটক করা হয়েছে।

তিনি আরও বলেন, নিতাই কুন্ডু এর আগেও একবার আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক হয়েছিলেন। তার বিরুদ্ধে পাসপোর্ট দালাল আইনে একটি মামলা চলমান রয়েছে। বর্তমানে তিনি জামিনে বের হয়ে আবারও একই কর্মকাণ্ড চালাতে থাকেন। তাকে রাজবাড়ী সদর থানায় হস্তান্তর করে পাসপোর্ট দালাল আইনে আরও একটি মামলা করা হবে বলে জানান মো. রইছ উদ্দিন।

সারাবাংলা/এমএইচ

দালাল আটক পাসপোর্ট দালাল প্রতারক

বিজ্ঞাপন

খেজুর আমদানিতে শুল্ক কমলো
২২ নভেম্বর ২০২৪ ২১:০৮

আরো

সম্পর্কিত খবর