ন্যূনতম মজুরি ১৮ হাজার টাকার দাবিতে শ্রমিকদের মানববন্ধন
২১ অক্টোবর ২০১৮ ১৪:২৭
।। স্টাফ করেসপন্ডেন্ট ।।
ঢাকা: ন্যূনতম মজুরি ১৮ হাজার টাকা নির্ধারণের দাবিতে মানববন্ধনসহ মজুরি বোর্ডের চেয়ারম্যানের কাছে আপত্তি পত্র দিয়েছেন শ্রমিকরা।
রোববার (২১ অক্টোবর) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে গার্মেন্টস শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ এই মানববন্ধনের আয়োজন করে।
মানবন্ধনে ঘোষিত মজুরি পুনর্বিবেচনা করে ন্যূনতম মজুরি ১৮ হাজার টাকা নির্ধারণ, মজুরি কমানোর সুযোগ বন্ধে শিক্ষানবিশ শ্রমিকের বিধান বাতিল করাসহ নতুন শ্রমিকদের সরাসরি সংশ্লিষ্ট গ্রেডে অন্তর্ভূক্ত করার দাবিও জানান শ্রমিকরা। এছাড়া প্রতি গ্রেডের মজুরি সম-অনুপাতে এবং ২০১৩ সালের বেশি হারে বৃদ্ধিসহ ৭ দফা সংশোধনি প্রস্তাবও করেছেন তারা।
জাতীয় প্রেস ক্লাবের সামনে আপত্তিপত্র প্রদান পূর্ব সমাবেশে সভাপতিত্ব করেন- গার্মেন্টস শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের সদস্য সচিব নাইমুল আহসান জুয়েল। এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক কামরুল আহসান, জাতীয় গার্মেন্টস শ্রমিক জোটের সভাপতি আব্দুল ওয়াহেদ, গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের সভাপতি আহসান হাবিব বুলবুল, সাধারণ সম্পাদক সেলিম মাহমুদ জাতীয় পোশাক শ্রমিক জোট বাংলাদেশের সভাপতি সরদার খোরশেদসহ প্রমুখ।
সারাবাংলা/এসও/এমও