‘শিক্ষায় সংখ্যার উন্নয়ন হয়েছে, মানের দুরবস্থা’
২১ অক্টোবর ২০১৮ ১৪:৫৩
।।সিনিয়র করেসপন্ডেন্ট।।
ঢাকা: জাতীয় অধ্যাপক ড. জামিলুর রেজা চৌধুরী বলেছেন, শিক্ষাখাতে সংখ্যাগত দিক থেকে উন্নয়ন হলেও মানের খুবই দুরবস্থা। এখান থেকে উত্তরণ ঘটানো না গেলে দেশের যে বিশাল একটি অংশ শিক্ষার্থী তার সুফল পাওয়া যাবে না।
রোববার (২১ অক্টোবর) রাজধানীর মিরপুরে প্রাথমিক শিক্ষা অধিদফতরে গণিত অলিম্পিয়াড কৌশল প্রয়োগের মাধ্যমে প্রাথমিক শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধির সম্ভব্যতা যাচাই প্রকল্পের উদ্বোধনী ও অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠানে তিনি একথা বলেন।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত ওই কর্মশালায় সারা দেশের ১৭টি জেলার ৮০টি প্রাথমিক বিদ্যালয়ের ২৪০ জন শিক্ষক অংশ নেন। কর্মশালায় এসব শিক্ষকদের গণিতের বিভিন্ন বিষয়ে গণিত অলিম্পয়াডের মেন্টররা প্রশিক্ষণ দেবেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান বলেন, ‘বর্তমান সরকারের কাছে বাজেট কোনো সমস্যা নয়। সুষ্ঠু ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা হলে সরকার তার সঙ্গে থাকবে। প্রাথমিক স্তর থেকে নকল শুরু হয়, এর একমাত্র কারণ শিক্ষার্থীদের অংক ও ইংরেজি ভীতি। সেটি দূর করতে হলে শিক্ষকদের মনের দরজা খুলে দিতে হবে।’
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে শিক্ষাবিদ ড.মুহম্মদ জাফর ইকবাল বলেন, ‘দেশের দুই কোটি ছেলে মেয়ে প্রাথমিক স্তরে। সবমিলে প্রায় ৫ কোটি লোক শিক্ষার্থী। এদের সুশিক্ষা নিশ্চিত করা গেলে বাংলাদেশকে আর পেছনে পড়ে থাকতে হবে না।’
সারাবাংলা/এমএস/এমএইচ/এমও