Sunday 08 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আইয়ুব বাচ্চুর নামে সংসদে শোক প্রস্তাব


২১ অক্টোবর ২০১৮ ১৮:৩৩

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

ঢাকা: সদ্যপ্রয়াত কিংবদন্তী ব্যান্ড শিল্পী আইয়ুব বাচ্চুর মৃত্যুতে সংসদে শোক প্রস্তাব গ্রহণ করা হয়েছে। এছাড়া পাঁচ জন সাবেক সংসদ সদস্য এবং ডিএনসিসি’র প্যানেল মেয়র ওসমান গণিসহ বিশিষ্ট জনদের নামেও শোক প্রস্তাব আনা হয়।

রোববার (২১ অক্টোবর) বিকেলে দশম জাতীয় সংসদের ২৩তম অধিবেশনের শুরুতেই শোক প্রস্তাব উপস্থাপন করেন স্পিকার। এরপর মৃতদের বিদেহী সব আত্মার প্রতি শান্তি কামনা করে মোনাজাত করা হয়।

যেসব সাবেক সংসদ সদস্যের নামে শোক প্রস্তাব আনা হয় তারা হলেন— শাহ আজিজুর রহমান, সাদির উদ্দিন আহমেদ, শাহ মো আ. রাজ্জাক, আবদুল গণি এবং শাহ মোস্তানজিদুল হক খিজির।

এছাড়া ইন্দোনেশিয়ায় ভূমিকম্প ও সুনামিতে, তানজানিয়ায় ফেরি ডুবিতে, যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ঘূর্ণিঝড় মাইকেলের আঘাতে, ভারতের উড়িষ্যা ও অন্ধ প্রদেশে ঘূর্ণিঝড় তিতলির আঘাতে এবং দেশের বিভিন্ন স্থানে দুর্ঘটনায় নিহতদের স্মরণে শোক প্রস্তাব আনা হয়।

সারাবাংলা/এএইচএইচ/টিআর


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর