Thursday 21 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘১০ বছরে রাজধানীতে ফুটপাত হয়েছে ৩৮৯ কিমি’


২১ অক্টোবর ২০১৮ ১৯:০২

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

ঢাকা: গত ১০ বছরে রাজধানী ঢাকায় ৩৮৮ দশমিক ৯৬ কিলোমিটার ফুটপাত নির্মাণ করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী খন্দকার মোশারফ হোসেন। এছাড়া বর্তমানে ২০ দশমিক ৪২ কিলোমিটার ফুটপাতের নির্মাণ ও উন্নয়ন কাজ চলমান রয়েছে এবং ভবিষ্যতে আরও ৮২ দশমিক ৪২ কিলোমিটার ফুটপাত নির্মাণ করা হবে বলেও জানান তিনি।

রোববার (২১ অক্টোবর) জাতীয় সংসদে সরকারি দলের সংসদ সদস্য এম আবদুল লতিফের লিখিত প্রশ্নের জবাবে মন্ত্রী এসব তথ্য জানান। এসময় মন্ত্রী সংসদে উপস্থিত না থাকায় তার পক্ষে উত্তর দেন প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙা।

মন্ত্রী বলেন, ঢাকা উত্তর সিটিতে ১৯৩ দশমিক ৭১ কিলোমিটার এবং দক্ষিণ সিটিতে ১৯৫ দশমিক ২৫ কিলোমিটার ফুটপাত নির্মাণ করা হয়েছে। এর মধ্যে ৮০ কিলোমিটার ফুটপাত প্রতিবন্ধীবান্ধব হিসেবে নির্মাণ করা হয়েছে।

তিনি বলেন, ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন কর্তৃপক্ষ সবসময় ফুটপাত থেকে অবৈধ দখল উচ্ছেদ করতে বদ্ধপরিকর। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।

সারাবাংলা/এএইচএইচ/টিআর

এলজিআরডিমন্ত্রী জাতীয় সংসদ সমবায়মন্ত্রী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর