Sunday 19 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিষাক্ত বর্জ্য দিয়ে পোল্ট্রি ফিড তৈরির দায়ে ৩ জনকে কারাদণ্ড


২১ অক্টোবর ২০১৮ ২২:৫৯ | আপডেট: ২১ অক্টোবর ২০১৮ ২৩:০৩

।। সিনিয়র করেসপন্ডেন্ট ।।

ঢাকা‌: ঢাকা সাভারের হেমায়েতপুরে ট্যানারির বিষাক্ত বর্জ্য দিয়ে পোল্ট্রি ফিড তৈরি করার দায়ে রেডেক্স অ্যাগ্রোভেট পোল্ট্রি ফিড কারখানায় অভিযান চালিয়ে ৩ জনকে কারাদণ্ড ও ৮ লাখ টাকা জরিমানা করেছে র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত।

কারাদণ্ডপ্রাপ্তরা হলেন, কুতুব জামান (৩২), আবদার (৩০) ও নাজমুল (৩২)।

রোববার (২১ অক্টোবর) সকাল ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত অভিযান পরিচালনা করে বলে জানান র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম।

ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম আরো জানান, দণ্ডপ্রাপ্তদের মধ্যে কুতুব জামান এই কারখানার মালিক এবং এর মধ্যে একজন কারখানার ম্যানেজার রয়েছেন। গ্রেফতার হওয়া তিন জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয় এবং এই কারখানা থেকে ১৫০ টন পোল্ট্রি ফিড জব্দ করেছে র‍্যাব।

এসব বিষাক্ত ফিড পোল্ট্রি খাবার হওয়ায় তা খাবারের মাধ্যমে সরাসরি মানুষের শরীরে প্রবেশ করছে। ফলে মানুষের ক্যান্সারসহ নতুন নতুন রোগ বৃদ্ধি পাচ্ছে।

র‌্যাব-৪ এর একটি দল অভিযানে সহায়তা করেন।

সারাবাংলা/ইউজে/এমআই

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর