Monday 30 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জ্ঞান ফিরেছে শওকত আলীর


৫ জানুয়ারি ২০১৮ ১২:১১ | আপডেট: ৫ জানুয়ারি ২০১৮ ১২:১৯

স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: কথা সাহিত্যিক শওকত আলীর শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। জ্ঞান ফিরেছে তার।

৮৩ বছর বয়সী এই নন্দিত কথাসাহিত্যিক দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা শারীরিক সমস্যায় ভুগছেন।  বৃহস্পতিবার (৪ জানুয়ারি) দুপুরে  শারীরিক অবস্থা জটিল হওয়ায় তাকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়।

ল্যাবএইড হাসপাতালের করপোরেট কমিউনিকেশন বিভাগের অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার সাইফুর রহমান লেনিন শুক্রবার বেলা সাড়ে ১১টায় জানিয়েছেন, শওকত আলীর অবস্থা আগের থেকে ভাল। তার জ্ঞান  ফিরেছে।

তিনি আরও জানান, তাকে এখনো নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ)-তে রাখা হয়েছে, তবে তার লাইফ সাপোর্ট দেওয়া লাগেনি। তার উন্নত চিকিৎসা নিশ্চিত করতে কিছু শারীরিক পরীক্ষা (টেস্ট) করতে দেওয়া হয়েছে।

কথা সাহিত্যিক শওকত আলী মেডিসিন বিশেষজ্ঞ ড. সমীরণ কুমার সাহার তত্ত্বাবধানে রয়েছেন।

সারাবাংলা/জেএ/আইজেকে

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর