Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ব্যারিস্টার মইনুল রাজনৈতিকভাবে চরিত্রহীন: বাণিজ্যমন্ত্রী


২২ অক্টোবর ২০১৮ ১৫:৪০

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

ঢাকা: ব্যারিস্টার মইনুল ‘রাজনৈতিকভাবে চরিত্রহীন’ বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। তিনি বলেন, ‘মইনুল একজন শিক্ষিত মানুষ। তিনি একজন নারী সাংবাদিককে চরিত্রহীন বলেছেন। এটা তিনি বলতে পারেন না। এটা বলার কারণে দেশের মানুষ তাকে ধিক্কার জানাচ্ছে।’

সোমবার (২২ অক্টোবর) দুপুরে সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত বার্নিকাটের সঙ্গে আলোচনা শেষে উপস্থিত সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধুকে হত্যা করার পর ব্যারিস্টার মইনুল বঙ্গবন্ধুর খুনি খন্দকার মোস্তাকের সঙ্গে রাজনৈতিক জোট করেছিলেন। এরপর তিনি বঙ্গবন্ধুর খুনিদের রাজনৈতিক দল ফ্রিডম পার্টির সঙ্গে রাজনীতি করেন। ব্যারিস্টার মইনুল ২০০৫ সালে স্বাধীনতাবিরোধী রাজনৈতিক দল বাংলাদেশ জামায়াতে ইসলামের ছাত্র সংগঠন ছাত্র শিবিরের অনুষ্ঠানে গিয়ে সেই দলের ও কর্মীদের প্রশংসা করেছিলেন।’

‘যে লোক ৭১ এর খুনি, লুণ্ঠনকারী, ধর্ষকদের প্রশংসা করতে পারে, ৭৫ এর খুনিদের সঙ্গে রাজনৈতিক আঁতাত করতে পারে, সে অবশ্যই রাজনৈতিক ভাবে চরিত্রহীন’, যোগ করেন তোফায়েল।

তিনি জানান, জামায়াতের অনুষ্ঠানে গিয়ে শিবিরের প্রশংসা করার বিষয়ে ব্যারিস্টার মইনুলকে প্রশ্ন করাতেই তিনি সাংবাদিক মাসুদা ভাট্টিকে চরিত্রহীন বলেছেন।

তোফায়েল বলেন, ‘ব্যারিস্টার মইনুল একজন ব্যারিস্টার ও শিক্ষিত মানুষ হয়ে একজন সম্মানিত নারী সংবাদকর্মীকে যে ভাষায় আক্রমণ করেছেন, তা নিন্দনীয়। এ ঘটনায় দেশে ৫৫ জন সম্পাদক নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে। দেশের সর্বত্র নিন্দার ঝড় বইছে।’

বিজ্ঞাপন

সারাবাংলা/এইচএ/এমও

বিজ্ঞাপন
সর্বশেষ

শরৎ বাংলাদেশের কোমল স্নিগ্ধ এক ঋতু
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১৭:৫৪

সম্পর্কিত খবর