Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নির্বাচন অবাধ ও নিরপেক্ষ হবে, আশা যুক্তরাষ্ট্রের


২২ অক্টোবর ২০১৮ ১৫:৫০

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

ঢাকা: আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে বলে মনে করেন ঢাকায় নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা ব্লুম বার্নিকাট। তিনি বলেন, ‘আমি আশা করছি আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু হবে। ওই নির্বাচনে সব দল অংশ নেবে। একটি অংশগ্রহণমূলক নির্বাচন হবে বলে আমার প্রত্যাশা।’

সোমবার (২১ অক্টোবর) সচিবালয়ে বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে মার্কিন রাষ্ট্রদূত বার্নিকাট সাংবাদিক সম্মেলনে গণমাধ্যমকর্মীদের এক প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন।

অন্য এক প্রশ্নের জবাবে মার্কিন রাষ্ট্রদূত বলেন, ‘আমি সব দলের সঙ্গে বৈঠক করেছি। তাদের বলেছি, সহিংসতার পথে না গিয়ে শান্তির পথে থাকতে এবং নির্বাচনে অংশ নিতে। যুক্তরাষ্ট্র আশা করে আগামী নির্বাচন বেশিরভাগ দলের অংশ গ্রহণে, সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ ভাবে অনুষ্ঠিত হবে। এতে এ দেশের অর্থনীতির যে অগ্রযাত্রার গল্প গত কয়েক বছরে লেখা হচেছ তা অব্যাহত থাকবে।’

বার্নিকাট বলেন, ‘যেকোনো দেশের আর্থিক প্রবৃদ্ধি ও স্থিতিশীলতা নির্ভর করে সে দেশের রাজনৈতিক স্থিতিশীলতা ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে পরিচালিত গণতান্ত্রিক শাসনের ওপর। ’

অপর এক প্রশ্নের জবাবে বার্নিকাট বলেন, ‘গ্রহণযোগ্য নির্বাচনের জন্য গ্রহণযোগ্য বিরোধী দলের অংশগ্রহণ দরকার। এজন্য সব দলের অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চায় যুক্তরাষ্ট্র। সব দল নির্বাচনে না আসলে জনগণ ভোটাধিকার প্রয়োগ করতে পারে না। এজন্য ভোটারদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। কারণ, মানুষের প্রয়োজন একটি স্থিতিশীল দেশ।’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘বিরোধী দলগুলোকে নির্বাচনে আনাটাও জরুরি। কারণ নির্বাচনে সব দলের অংশগ্রহণ না থাকলে সেটা অংশগ্রহণমূলক হয় না।’

বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের বৈঠকের বিষয়ে যৌথ ব্রিফ করা হয়। এ সময় বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব সুভাশিষ বসুসহ মন্ত্রণালয় ও দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এইচএ/এমও

একাদশ জাতীয় সংসদ নির্বাচন মার্শা বার্নিকাট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর